Ajker Patrika

ইজতেমা থেকে ট্রেনে চড়ে ঘুমের ঘোরে ঢাকার শিশু চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০: ৫৪
ইজতেমা থেকে ট্রেনে চড়ে ঘুমের ঘোরে ঢাকার শিশু চট্টগ্রামে

ট্রেনে চড়ার পর ঘুমের ঘোরে ইজতেমা থেকে চট্টগ্রামে চলে আসা ঢাকার এক শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। আজ সোমবার সকালে ওমর ফারুক (১২) নামের ওই শিশুকে তার বাবার জিম্মায় ফিরিয়ে দেয় চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানা-পুলিশ। ওই শিশু ঢাকার উত্তরখান থানার আবদুল্লাপুর চানপাড়া এলাকার আবু আলমের ছেলে। 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত শনিবার রাতে এক ব্যক্তি শিশুটিকে থানায় নিয়ে আসেন। শিশুটি নিজের বাসার নাম-ঠিকানা বলতে পারছিল না। সে শুধু উত্তরখান এলাকাটি বলতে পারে। পরে আমরা দেশের সব থানায় ইনফর্ম করা শুরু করি। একপর্যায়ে উত্তরখান থানা থেকে রেসপন্স পাওয়ার পর শিশুটির অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। আজ সোমবার সকালে শিশুটিকে তার বাবার জিম্মায় তুলে দেওয়া হয়েছে।’

এর আগে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া মো. সালমান ভূঁইয়া বলেন, ‘নিজের কাজ শেষ করে পুরোনো রেলওয়ে স্টেশন হয়ে বাসায় ফিরছিলাম। তখন ওই শিশুকে রাস্তার পাশে দাঁড়িয়ে কাঁদতে দেখি। তাকে জিজ্ঞেস করার পর সে বলে, পথ হারিয়ে সে ট্রেনে করে নাকি এখানে এসেছে। মূলত সে টঙ্গী বিশ্ব ইজতেমায় গিয়েছিল। সেখান থেকে ট্রেনে করে বাসায় ফেরার সময় পথে ঘুমিয়ে পড়ে। এরপর আমি তাকে উদ্ধার করে কোতোয়ালি থানায় নিয়ে আসি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত