Ajker Patrika

নাসিরনগরে ট্রাক্টর উল্টে দুজন নিহত

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২২, ১৮: ৪১
নাসিরনগরে ট্রাক্টর উল্টে দুজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ট্রাক্টর উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের এমদাদুর রহমান ও রুহুল আমীন।

বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার উপপরিদর্শক আশরাফুল ইসলাম।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে ট্রাক্টর দিয়ে জমি চাষের জন্য বের হন এমদাদুল ও রুহুল আমীন। ট্রাক্টরচালক এমদাদুলের সহকারী ছিলেন রুহুল আমীন। তাঁরা দুজন উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রাম থেকে ফান্দাউকে যাওয়ার পথে কীর্তন সেতুর কাছে মূল রাস্তা থেকে কৃষিজমিতে নামতে গিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টরে থাকা এমদাদুর রহমান ও রুহুল আমীন চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ট্রাক্টরের চাপায় দুজন নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত