Ajker Patrika

কক্সবাজারে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১০: ২৮
কক্সবাজারে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন 

কক্সবাজারের তিনটি মাদক মামলায় দুইজনকে যাবজ্জীবন ও দুইজনকে চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি মামলার রায় দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন। জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফরিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। রায় ঘোষণার সময় চার আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

এ সময় পিপি ফরিদুল আলম বলেন, ‘ইয়াবা পাচারের দুটি মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোলাপপুর এলাকার রিপন চন্দ্র ভৌমিক ও বরিশালের গৌরনদী এলাকার মো. লালচান মোল্লা। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।’

পিপি ফরিদুল আলম আরও বলেন, ‘চোলাই মদ উদ্ধারের একটি মামলায় দুইজনকে চার বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন টেকনাফের পুরোনো পল্লানপাড়ার নুর হাকিম ও শাহজাহান।’

মামলা সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ মার্চ রামু উপজেলার খুনিয়াপালং চেকপোস্টে ৫৪০০টি ইয়াবাসহ আটক হন রিপন চন্দ্র ভৌমিক। এ ব্যাপারে বিজিবির নায়েব সুবেদার মো. আবদুর রহিম বাদী হয়ে রামু থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আদালত ২০২২ সালের ১১ মে অভিযোগ গঠন করেন। অন্যদিকে ২০২১ সালের ১৭ জুলাই রামুর পেঁচার দ্বীপের চেকপোস্টে ৯ হাজার ৬৫০টি ইয়াবাসহ আটক হন লালচান মোল্লা। বিজিবির হাবিলদার মো. আশরাফুল ইসলাম বাদী হয়ে দায়ের করা মামলায় ২০২২ সালের ৯ মে অভিযোগ গঠন করেন আদালত। এ ছাড়া ২০১৯ সালের ৪ মার্চ টেকনাফের মেরিন ড্রাইভের মারিষবুনিয়া
এলাকায় ১০০ লিটার চোলাই মদসহ নুর হাকিম ও শাহজাহানকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ব্যাপারে সংস্থাটির উপপরিদর্শক মো. নাসির উদ্দিন বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০২০ সালের ৯ নভেম্বর অভিযোগ গঠন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত