Ajker Patrika

শিক্ষক হত্যা-নির্যাতনের প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ০২ জুলাই ২০২২, ১৬: ৪৬
শিক্ষক হত্যা-নির্যাতনের প্রতিবাদে নাসিরনগরে মানববন্ধন

সাভারে শিক্ষক হত্যা, নড়াইলে শিক্ষক নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা। আজ শনিবার বেলা ১১টায় উপজেলা শহীদ মিনারের সামনে সাধারণ শিক্ষকদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিজয়লক্ষ্মী স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নির্মল চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন নাসিরনগর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিল ফোরকান, প্রভাষক মাইনুদ্দিন শান্ত, প্রভাষক ক্ষমা রানী রায়, উপজেলা মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি আতাউর রহমান গিলমান, আশুতোষ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, ফান্দাউক পণ্ডিতরাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সৈয়দ ওয়ালীউল্লা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত দাস, গুনিয়াউক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, দাঁতমণ্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার শিক্ষক জাহের মিয়া ও প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম প্রমুখ। 

মানববন্ধনে শিক্ষকেরা বলেন, এ দেশে বিভিন্ন সময় শিক্ষকদের ওপর হামলা হয় কিন্তু সঠিক বিচার হয় না। যে দেশে প্রধানমন্ত্রী শিক্ষকবান্ধব, সে দেশে শিক্ষকদের এমন হত্যা, নির্যাতন মেনে নেওয়া যায় না। নড়াইলের শিক্ষককে যখন জুতার মালা পরানো হয়েছে এটা শুধু একজন শিক্ষককে পরানো হয়নি। সারা দেশের শিক্ষককে সমাজকে জুতার মালা পরানো হয়েছে। প্রভাষক উৎপল কুমার সরকারকে হত্যার মাধ্যমে দেশের সব শিক্ষকদের হত্যা করা হয়েছে। মানববন্ধনে বক্তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত