Ajker Patrika

অন্তর্বর্তী সরকারের আদিবাসী প্রতিনিধি নিয়োগ যথাযথ হয়নি জানিয়ে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি
অন্তর্বর্তী সরকারের আদিবাসী প্রতিনিধি নিয়োগ যথাযথ হয়নি জানিয়ে মানববন্ধন

অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকারের আদিবাসী প্রতিনিধি নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র-সমাজ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পূর্ববর্তী সরকারের আমলে তাঁদের যৌক্তিক দাবির কোনো মূল্যায়ন হয়নি। এবার এই অন্তর্বর্তী সরকার গঠনকালেও অংশীজনদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই আদিবাসী প্রতিনিধি সুপ্রদীপ চাকমাকে নিয়োগ দেওয়া হয়েছে। এমনকি তিনি বৈষম্যবিরোধী কিনা তা যাচাই পর্যন্ত করা হয়নি।

বক্তারা আরও বলেন, আওয়ামী লীগের স্বৈরশাসনের আমলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বৈষম্যহীন কীভাবে হন এমন প্রশ্নও করা হয় সমাবেশে। শেষে অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়াই নিয়োগ দেওয়া এই আদিবাসী প্রতিনিধিকে সরিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে প্রতিনিধি নিয়োগের দাবি জানানো হয়।

বান্দরবানে আদিবাসী ছাত্র-সমাজের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকাউকিং ওয়াং মারমার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আইনজীবী উবাথোয়াই মারমা, এডিশন চকমা, বিটন তঞ্চগ্যা, হিরো খেয়াং, ফেকরু ম্রো, সইনাং খুমীসহ আদিবাসী সমাজের বিভিন্ন ছাত্র-জনতা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত