Ajker Patrika

৫০ বছর পর জাতীয় গ্রিডে যুক্ত কুতুবদিয়া 

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ২২: ৩৭
৫০ বছর পর জাতীয় গ্রিডে যুক্ত কুতুবদিয়া 

দীর্ঘ ৫০ বছর পর জাতীয় গ্রিডের বিদ্যুৎ পেল সাগরকন্যা কুতুবদিয়ায়। প্রাথমিক ট্রায়ালে নেভাল কেব্‌লের মাধ্যমে গতকাল রাত ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পরীক্ষামূলক এ বিদ্যুৎ সরবরাহ করা হয়। 

উপজেলার ১ হাজার ২০০ গ্রাহকের মিটারে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে খুশিতে নানা আবেগ প্রকাশ করতে থাকেন দ্বীপের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সাগরকন্যা কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহের খবরটি। 

এর আগে ২০২১-২২ অর্থবছরে পেকুয়ার মগনামা থেকে আড়াই কিলোমিটার চ্যানেল পাড়ি দিয়ে ডাবল লাইনে (ইন্টারনেটসহ) সমুদ্রের তলদেশে মাটির সাত ফুট নিচে নেভাল কেব্‌ল স্থাপন করে বড়ঘোপ মিয়ারঘোনায় সাবস্টেশন নির্মিত হয়। অভ্যন্তরীণ লাইন সংযোগে বিভিন্ন সড়কে অসংখ্য গাছ কর্তনসহ পিলার বসানো হয়। শতভাগ সরবরাহ নিশ্চিত করতে যদিও এখনো প্রায়  ১০ ভাগ কাজ বাকি রয়েছে। গতকাল উপজেলা সদরে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ করে করেছে প্রকল্পটি।

এদিকে সাবমেরিন কেব্‌ল দিয়ে বিদ্যুৎ সরবরাহ দেখতে আসেন কুতুবদিয়া-মহেশখালী সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে যাচ্ছেন। এটি দ্বীপবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উন্নয়ন।’ 

প্রকল্পটির পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, ‘কুতুবদিয়ায় অভ্যন্তরীণ লাইন সংযোগে অধিকসংখ্যক গাছ কাটায় প্রয়োজনীয় কাজের কিছুটা ধীর গতি হয়েছে।’ তবে আগামী দেড় মাসের মধ্যে মিটার আবেদন ও সংযোগে শতভাগ সরবরাহ নিশ্চিতের আশা করেন তিনি। 

এ ছাড়া আরও বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ তাহের। 

এ সময় কুতুবদিয়া বিউবির আবাসিক প্রকৌশলী আবুল হাসনাতসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত