কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
পারকি সমুদ্রসৈকতে সরকারি খাসজমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
জানা গেছে, গতকাল সৈকতের উত্তর পাশে সরকারি খাসজমি থেকে মাটি কাটার সময় স্থানীয় কয়েক ব্যক্তি তা বন্ধ করে দেন। আটকে রাখেন মাটি কাটার যন্ত্র। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কর্ণফুলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মোতায়েন করে।
মাটি কাটার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এ এইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনোয়ারা হোসেন জানান, জমির মালিক আখতারুজ্জামান মিজান নামে এক ব্যক্তির কাছ থেকে মাটি কেনেন তিনি। মাটি কেটে আনার সময় স্থানীয় একটি গ্রুপ চাঁদা দাবি করে। তাদের চাঁদার টাকা না দেওয়ায় কাজে বাধা দেয়।
তবে স্থানীয় পারকি এলাকার বাসিন্দা নুরুল আনোয়ার বলেন, ‘সৈকতের বেড়িবাঁধসংলগ্ন সরকারি খাসজমির মাটি কাটায় আমরা বাধা দিয়েছি। চাঁদা দাবির প্রশ্নই আসে না। মাটি কাটার কারণে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আখতারুজ্জামান মিজান সরকারি খাসজমিতে মৎস্য ঘের তৈরি করেছে। এখানে তার কোনো মালিকানা জমি নেই।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সৈকতে মাটি কাটা নিয়ে দুপক্ষের উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমাধান না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
পারকি সমুদ্রসৈকতে সরকারি খাসজমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাত থেকে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।
জানা গেছে, গতকাল সৈকতের উত্তর পাশে সরকারি খাসজমি থেকে মাটি কাটার সময় স্থানীয় কয়েক ব্যক্তি তা বন্ধ করে দেন। আটকে রাখেন মাটি কাটার যন্ত্র। এ সময় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে কর্ণফুলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশ মোতায়েন করে।
মাটি কাটার বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এ এইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আনোয়ারা হোসেন জানান, জমির মালিক আখতারুজ্জামান মিজান নামে এক ব্যক্তির কাছ থেকে মাটি কেনেন তিনি। মাটি কেটে আনার সময় স্থানীয় একটি গ্রুপ চাঁদা দাবি করে। তাদের চাঁদার টাকা না দেওয়ায় কাজে বাধা দেয়।
তবে স্থানীয় পারকি এলাকার বাসিন্দা নুরুল আনোয়ার বলেন, ‘সৈকতের বেড়িবাঁধসংলগ্ন সরকারি খাসজমির মাটি কাটায় আমরা বাধা দিয়েছি। চাঁদা দাবির প্রশ্নই আসে না। মাটি কাটার কারণে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আখতারুজ্জামান মিজান সরকারি খাসজমিতে মৎস্য ঘের তৈরি করেছে। এখানে তার কোনো মালিকানা জমি নেই।’
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সৈকতে মাটি কাটা নিয়ে দুপক্ষের উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমাধান না হওয়া পর্যন্ত সব ধরনের কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।
চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
২ মিনিট আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
৭ মিনিট আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
১১ মিনিট আগেচুয়াডাঙ্গায় দিন দিন বেড়েই চলেছে ইজিবাইকের সংখ্যা। অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক কিশোরদের হাতে ইজিবাইক থাকায় বাড়ছে যানজট ও দুর্ঘটনা। এসব ইজিবাইকচালকের নেই কোনো প্রশিক্ষণ। ফলে যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা, দ্রুতগতিতে গাড়ি চালানো আর পাল্লা দিয়ে ইজিবাইক চালানোর কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
২৯ মিনিট আগে