Ajker Patrika

চকরিয়ায় ৮ ঘণ্টার বিশেষ অভিযানে ২৮ আসামি গ্রেপ্তার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় ৮ ঘণ্টার বিশেষ অভিযানে ২৮ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের চকরিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে ৮ ঘণ্টায় সাজাপ্রাপ্ত, মাদক, নারী নির্যাতন, মারামারি, দস্যুতাসহ বিভিন্ন মামলার ২৮ জন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-বুড়ি বেগম, মো. আব্দুল হামিদ ওরফে পুতিয়া, মো. কলিম উল্লাহ (৫২), সাইফুল ইসলাম, মো. আব্দুল মান্নান, পারভীন আক্তার, মো. আজমীর (২৪), সঞ্জিত কুমার দে (৪৫), রুপন ধর লাতু, রোকেয়া বেগম (৪০), সাজ্জাদ হোসেন সুজন (৩০), আব্দুল হালিম, নুরুল আবছার, মো. আইয়ুব, মো. পুতিয়া, রোকন উদ্দিন, নুরুল আমিন, আনোয়ার হোসেন, মোহাম্মদ আক্তার, মো. ইলিয়াছ, মো. বেলাল উদ্দিন, শাহাব উদ্দিন, জাকের হোসেন, মনোয়ারা বেগম, লোকমান, নুর মোহাম্মদ, গিয়াস উদ্দিন ও মো. নুরুল কবীর। 

জানা যায়, গতকাল সোমবার দিবাগত রাত ১টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত থানা-পুলিশের ছয়টি টিম এ বিশেষ অভিযান পরিচালনা করেন। এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. তফিকুল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। 

এ বিষয়ে ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, চারটি মামলায় ৪ জন সাজাপ্রাপ্ত আসামিসহ জিআর ও সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং নিয়মিত মামলার ২৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত