Ajker Patrika

ভেষজ বাগানে মিলল বিপন্ন লজ্জাবতী বানর

সুমন্ত চাকমা, জুরাছড়ি (রাঙামাটি)
আপডেট : ২৬ জুলাই ২০২১, ১১: ২১
ভেষজ বাগানে মিলল বিপন্ন লজ্জাবতী বানর

রাঙামাটি জুরাছড়িতে খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল রোববার সকালে স্বাস্থ্য বিভাগের ভেষজ বাগানে বানরটি ধরা পড়ে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনন্যা চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গতকাল সকাল ৯টায় স্বাস্থ্য বিভাগের ভেষজ বাগানে স্থানীয় বাসিন্দারা বানরটি দেখতে পান। এলাকার শিশু-কিশোরেরা একে ধরার চেষ্টা করে। পরে স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. কামরুজ্জামান জুয়েল বানরটি আটক করে নিজের কাছে রেখেছেন। লজ্জাবতী বানরটি ডান হাতে কিছুটা আঘাত পাওয়ায় চিকিৎসা দিচ্ছেন তিনি।

দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ বলেন, ‘ছবি দেখে নিশ্চিত হয়েছি এটি লজ্জাবতী বানর। লকডাউন চলার কারণে সেখানে যেতে সময় লাগবে। তারপরও দ্রুত হেফাজতে নিয়ে আসার পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

বানরটি নিরাপদে আছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ। ডা. কামরুজ্জামান জুয়েল জানান, হালকা বাদামি রঙের পশমযুক্ত বানরটির উচ্চতা প্রায় এক ফুট। লম্বায় প্রায় দেড় ফুট। চোখ দুটি গোল। দেখতে বিড়ালের মতো ঘোলাটে।

গঙ্গা প্রসাদ চাকমা জানান, লজ্জাবতী বানর একটি অতি বিপন্ন প্রাণী। এটি ‘লাজুক বানর’ হিসেবে পরিচিত, আবার ‘বেঙ্গল স্লো লরিস’ নামেও ডাকা হয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় এটি লাল তালিকাভুক্ত প্রাণী। স্তন্যপায়ী শ্রেণির লরিসিডি পরিবারের সদস্য লজ্জাবতী বানর বাংলাদেশের বন্য প্রাণী আইনের তফসিল-১ অনুসারে সংরক্ষিত প্রাণী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

হজের খরচ কমছে, সর্বনিম্ন প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

নেছারাবাদে ছেলের গলায় দাও ধরে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাই

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত