Ajker Patrika

কুমিল্লায় কলেজশিক্ষক হত্যায় ৬ জনের ফাঁসির আদেশ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০২ মে ২০২৩, ১৬: ২৬
কুমিল্লায় কলেজশিক্ষক হত্যায় ৬ জনের ফাঁসির আদেশ

কুমিল্লায় নগরীর বারপাড়া এলাকায় কলেজশিক্ষক সাইফুল আজম সুজন হত্যার ঘটনায় আপন চার ভাইসহ ছয়জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।  গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি জাকির হোসেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নগরীর বারপাড়া এলাকার মো. জামাল হোসেন (৩০), মো. ইলিয়াস (২৫), মো. জাকির হোসেন (৪২)। পলাতক ছিলেন মো. নয়ন (২৪) মো. কামাল (৩০) ও মিঠুন (২৯)।

সরকারি কৌঁসুলি জাকির হোসেন জানান, মোট ৯ জন আসামির মধ্যে দুজনকে খালাস দেওয়া হয়। একজন বিচারাধীন অবস্থায় মারা যান। দণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে নগরীর বারপাড়া এলাকার সহিদুর রহমানের ছেলে জামাল, কামাল, নয়ন ও মিঠুন আপন চার ভাই। বাকি দুজন একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. ইলিয়াস ও হামিদ আলীর ছেলে জাকির হোসেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ৮ অক্টোবর বিকেলে জেলার আদর্শ সদর উপজেলার কুচাইতলী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বেসরকারি একটি প্রতিষ্ঠানের শিক্ষক জাহেদুল আলম সুজনকে মারধর ও এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের বাবা একেএম ফারুক আজম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপপরিদর্শক মো. নাসির উদ্দিন মৃধা ২০১১ সালের ২২ মে ৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে এক আসামি মৃত্যুবরণ করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত