চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব নিয়ামক পদে হঠাৎ রদবদল করা হয়েছে। ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরীকে বদলি করে সেই পদে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে একই দপ্তরের উপ হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলামকে (ভারপ্রাপ্ত) পদায়ন করা হয়েছে।
এ দিকে এই পদে আমিরুল ইসলামের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর হিসাব বা বাণিজ্য সংক্রান্ত কোনো ডিগ্রি নেই। তিনি বিতর্কিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় পদের কর্মকর্তাকে হঠাৎ বদলির আদেশে বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ছাড়া পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে উপেক্ষা করে অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তাকে হিসাব নিয়ামক পদে নিয়োগ দেওয়ায় কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে ফরিদুল আলমকে বদলির কারণ হিসেবে দাপ্তরিক কাজের স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে। তাঁকে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে বদলি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, প্রশাসনিক প্রয়োজনে হিসাব নিয়ামক পদে রদবদল করা হয়েছে।
জ্যেষ্ঠতার লঙ্ঘন ও বাণিজ্যের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়টা গুরুত্বপূর্ণ না। তিনি দক্ষ ও যোগ্য। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন। প্রশাসন কাজের স্বার্থে যেটা ভালো মনে করে সেটা করবে।’
এদিকে বাণিজ্য শিক্ষা বা হিসাব নিয়ামকের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়টি আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন নবনিযুক্ত হিসাব নিয়ামক আমিরুল ইসলাম। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী আজকের পত্রিকাকে বলেন, ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিষয়টি আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। প্রশাসন সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমরা জরুরি সাধারণ সভার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাব নিয়ামক পদে হঠাৎ রদবদল করা হয়েছে। ভারপ্রাপ্ত হিসাব নিয়ামক ফরিদুল আলম চৌধুরীকে বদলি করে সেই পদে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে একই দপ্তরের উপ হিসাব নিয়ামক মো. আমিরুল ইসলামকে (ভারপ্রাপ্ত) পদায়ন করা হয়েছে।
এ দিকে এই পদে আমিরুল ইসলামের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর হিসাব বা বাণিজ্য সংক্রান্ত কোনো ডিগ্রি নেই। তিনি বিতর্কিত দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় পদের কর্মকর্তাকে হঠাৎ বদলির আদেশে বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ছাড়া পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তাকে উপেক্ষা করে অপেক্ষাকৃত জুনিয়র কর্মকর্তাকে হিসাব নিয়ামক পদে নিয়োগ দেওয়ায় কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।
আদেশে ফরিদুল আলমকে বদলির কারণ হিসেবে দাপ্তরিক কাজের স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে। তাঁকে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রে বদলি করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এসএম মনিরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, প্রশাসনিক প্রয়োজনে হিসাব নিয়ামক পদে রদবদল করা হয়েছে।
জ্যেষ্ঠতার লঙ্ঘন ও বাণিজ্যের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই বিষয়টা গুরুত্বপূর্ণ না। তিনি দক্ষ ও যোগ্য। তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেছেন। প্রশাসন কাজের স্বার্থে যেটা ভালো মনে করে সেটা করবে।’
এদিকে বাণিজ্য শিক্ষা বা হিসাব নিয়ামকের ওপর কোনো ডিগ্রি না থাকার বিষয়টি আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন নবনিযুক্ত হিসাব নিয়ামক আমিরুল ইসলাম। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসের ওপর ডিগ্রি নিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী আজকের পত্রিকাকে বলেন, ‘জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিষয়টি আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়েছি। প্রশাসন সিদ্ধান্ত পরিবর্তন না করলে আমরা জরুরি সাধারণ সভার মাধ্যমে পরবর্তী করণীয় নির্ধারণ করব।’
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
৩ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে