Ajker Patrika

মধ্যরাতে টহলে আটক ৬ কিশোর, ‘ভালো লোক’ বলে ছাড়ালেন ইউপি চেয়ারম্যান

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ১৯: ৫৯
মধ্যরাতে টহলে আটক ৬ কিশোর, ‘ভালো লোক’ বলে ছাড়ালেন ইউপি চেয়ারম্যান

কুমিল্লার মেঘনায় চুরির অভিযোগে সন্দেহভাজন ছয় কিশোরকে আটকের পর থানা থেকে ছাড়িয়ে নিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। 

আটকেরা সবাই রাধানগর ইউনিয়নের মোলাকান্দি এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ওমরা কান্দা ব্রিজ থেকে তাদের আটক করে টহল পুলিশ। 

রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মজিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওরা আমার এলাকার বাসিন্দা, আমি তাদের ব্যক্তিগতভাবে চিনি। ওরা ভালো লোক, তাই আমার জিম্মায় ছাড়িয়ে নিয়ে যাচ্ছি।’ 

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। এ সময় তিনি বিস্তারিত জানতে উপপরিদর্শক আব্দুল মান্নানের সঙ্গে কথা বলতে বলেন। 

উপপরিদর্শক আব্দুল মান্নান মোবাইল ফোনে বলেন, ‘গত কয়েক দিন ধরে ওমরা কান্দা ব্রিজ এলাকায় চুরির ঘটনা বেড়ে যায়। সম্প্রতি দুটি পিকআপ ভ্যান চুরি হয়েছে। প্রতিদিনের মতো আজ রাতে আমি ফোর্স নিয়ে ওমরা কান্দা ব্রিজ এলাকায় টহল দিচ্ছিলাম। এসময় একটি মোটরসাইকেল ও অটোরিকশা আসতে ছিল। ইশারা দিয়ে থামিয়ে দেখি ছয়জন ১৬-১৮ বয়সী ছেলে। তাদের আচরণ ও গতিবিধি সন্দেহ হলে আটক করে থানায় নিয়ে আসি।’ 

তিনি বলেন, ‘পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান ওসি স্যারের সঙ্গে কথা বলে প্রয়োজনে যে কোনো সময় আটকদের হাজির করা হবে মর্মে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত