Ajker Patrika

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন সালাউদ্দীন

কক্সবাজার প্রতিনিধি
মোহাম্মদ সালাউদ্দীন। ছবি: সংগৃহীত
মোহাম্মদ সালাউদ্দীন। ছবি: সংগৃহীত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সালাউদ্দীন। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আগামী তিন বছরের জন্য তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

মোহাম্মদ সালাউদ্দীন শিল্প মন্ত্রণালয়ের সদ্য অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। তিনি বর্তমান চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছারের স্থলাভিষিক্ত হবেন।

প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬-এর ধারা-৫ অনুযায়ী পিআরএল ভোগরত মোহাম্মদ সালাউদ্দীনকে তাঁর অভোগকৃত অবসর-উত্তর ছুটি ও তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতসহ অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে এই পদে নিয়োগ করা হয়।

নবনিযুক্ত কউক চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দীনের বাড়ি কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের পাহাড়তলী এলাকায়। তিনি কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত