Ajker Patrika

নির্বাচন কমিশনের নিরপেক্ষতার কারণেই ভোটের পরিবেশ সুন্দর: আঞ্জুম সুলতানা সীমা

তানিম আহমেদ, কুমিল্লা থেকে 
আপডেট : ১৫ জুন ২০২২, ১৫: ১০
নির্বাচন কমিশনের নিরপেক্ষতার কারণেই ভোটের পরিবেশ সুন্দর: আঞ্জুম সুলতানা সীমা

নির্বাচন কমিশনের নিরপেক্ষতার কারণেই ভোটের পরিবেশ সুন্দর বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা। 

ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভোটের পরিবেশ ভালো। সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশাসনের নিরপেক্ষতা। নির্বাচন কমিশনের নিরপেক্ষতার কারণেই ভোটের পরিবেশ সুন্দর।’ 

আওয়ামী লীগের নেতা-কর্মীরা নির্বাচনকে ঘিরে ঐক্যবদ্ধ আছেন জানিয়ে তিনি বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ আছে। নৌকার প্রার্থীর জন্য সবাই কাজ করছে। ঐক্যবদ্ধ না থাকলে কোনোটার ফলাফলই ভালো হয় না। ইনশা আল্লাহ নৌকার জয় হবে।’ 

আঞ্জুম সুলতানা সীমা বলেন, ‘প্রথমত আমাদের অনেকেই প্রার্থী ছিল। প্রার্থিতা প্রত্যাহারের পরে যখন নির্দেশনা এল তখন থেকেই আমরা যে যার অবস্থান থেকে কাজ করে যাচ্ছি। আর শেষ দিন আমাদের এলাকায় মিছিলে পিছলে পড়ে গিয়ে ইমরানের হাত ভেঙে গেছে। এর পরেও যদি আপনারা বলেন আমরা ঐক্যবদ্ধ না, তাহলে আর কিছু বলার নেই। কেন্দ্রীয় নেতারা আমাদের যখনই ডেকেছেন তখনই আমরা নেত্রীর নির্দেশে ও তাঁদের কথায় কাজ করেছি।’ 

কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে এখানে ক্লিক করুন

ইভিএমে ভোট দিতে দেরি হওয়াসহ আরও নানান সমস্যা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কিছু কিছু ঝামেলা তো হয়ই। একদম ফ্রেশ তো হয় না। ভালোমন্দ মিলিয়ে হয়। ছোটখাটো কিছু হচ্ছে, কিন্তু ওভারঅল ভালো।’ 

কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত