বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আবদুল কাদের (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার চরণদ্বীপ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবদুল কাদের উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাজসজ্জার কাজ করতেন। আজ সকালে তাঁর বাড়ি থেকে স্ত্রী নূর নাহার আকতারের (১৯) মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দীন সুমন বলেন, ‘গৃহবধূর মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার দায়ে নুর নাহারের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্বামী আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের মার্চে উপজেলার শরীফ পাড়া এলাকার সিদ্দিক সারেংয়ের বাড়ির রবিউল হকের মেয়ে নূর নাহারের (১৯) সঙ্গে আবদুল কাদেরের বিয়ে হয়।
নূর নাহার আকতারের পরিবারের সদস্যরা বলছেন, আজ সকাল ৭টার দিকে আবদুল কাদের মোবাইল ফোনে কল করে নূর নাহার আত্মহত্যা করেছেন বলে তাদের জানান। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূর নাহারের লাশ ঝুলতে দেখেন। এরপর মরদেহটি উদ্ধার করে আবদুল কাদেরকে আটক করা হয়। এ সময় স্থানীয়রা উত্তেজিত হয়ে আবদুল কাদের ও থানার উপরিপরিদর্শক (এএসআই) শাহ আলমকে মারধর করেন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ নিয়ে আবদুল কাদের বলেন, ‘গতকাল রাতে অনুষ্ঠানের কাজে আমি বাইরে ছিলাম। ভোরে ঘরে এসে নূর নাহারের মৃত্যুর বিষয়টি জানতে পারি।’
নূর নাহার আকতারের মা নূর আয়েশা বলেন, ‘বিয়ের সময় ছেলে পক্ষের বিভিন্ন দাবি পূরণ করতে পারিনি। এ নিয়ে শ্বশুর বাড়িতে মেয়ের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। বিয়ের দুইমাস পর থেকে এক বছর নিজের বাড়ি এনে রেখেছিলাম। দুই সপ্তাহ আগে আবার তাঁকে শ্বশুর বাড়ি পাঠিয়েছি। এখন লাশ হয়ে ফিরে আসলো মেয়েটি।’
স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল করিম জানিয়েছেন, ‘তাদের বিয়ের পর স্বামী ও শাশুড়ির নির্যাতন নিয়ে আগেও বেশ কয়েকবার সালিস করেছি। ’
চট্টগ্রামের বোয়ালখালীতে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আবদুল কাদের (২১) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার চরণদ্বীপ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আবদুল কাদের উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে সাজসজ্জার কাজ করতেন। আজ সকালে তাঁর বাড়ি থেকে স্ত্রী নূর নাহার আকতারের (১৯) মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দীন সুমন বলেন, ‘গৃহবধূর মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার দায়ে নুর নাহারের স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্বামী আবদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।’
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের মার্চে উপজেলার শরীফ পাড়া এলাকার সিদ্দিক সারেংয়ের বাড়ির রবিউল হকের মেয়ে নূর নাহারের (১৯) সঙ্গে আবদুল কাদেরের বিয়ে হয়।
নূর নাহার আকতারের পরিবারের সদস্যরা বলছেন, আজ সকাল ৭টার দিকে আবদুল কাদের মোবাইল ফোনে কল করে নূর নাহার আত্মহত্যা করেছেন বলে তাদের জানান। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নূর নাহারের লাশ ঝুলতে দেখেন। এরপর মরদেহটি উদ্ধার করে আবদুল কাদেরকে আটক করা হয়। এ সময় স্থানীয়রা উত্তেজিত হয়ে আবদুল কাদের ও থানার উপরিপরিদর্শক (এএসআই) শাহ আলমকে মারধর করেন। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ নিয়ে আবদুল কাদের বলেন, ‘গতকাল রাতে অনুষ্ঠানের কাজে আমি বাইরে ছিলাম। ভোরে ঘরে এসে নূর নাহারের মৃত্যুর বিষয়টি জানতে পারি।’
নূর নাহার আকতারের মা নূর আয়েশা বলেন, ‘বিয়ের সময় ছেলে পক্ষের বিভিন্ন দাবি পূরণ করতে পারিনি। এ নিয়ে শ্বশুর বাড়িতে মেয়ের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। বিয়ের দুইমাস পর থেকে এক বছর নিজের বাড়ি এনে রেখেছিলাম। দুই সপ্তাহ আগে আবার তাঁকে শ্বশুর বাড়ি পাঠিয়েছি। এখন লাশ হয়ে ফিরে আসলো মেয়েটি।’
স্থানীয় ইউপি সদস্য মো. আবদুল করিম জানিয়েছেন, ‘তাদের বিয়ের পর স্বামী ও শাশুড়ির নির্যাতন নিয়ে আগেও বেশ কয়েকবার সালিস করেছি। ’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে