ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ‘যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না, তারা বলছে, আমরা এখনই নির্বাচন চাই। আমরা এখনই সরকার গঠন করতে চাই। ওরা ১৫ বছর লুটপাট করেছে, আমরাও ১৫-২০ বছর লুটপাট করব। এটা হলো পরিস্থিতি।’
আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধ্যাত্বিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৭তম স্বরণোৎসব ও বার্ষিক ওরসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারা দেশে মাজারে ভাঙচুরের কথা উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘যারা মাজার ভেঙেছে, তাদের কথার সঙ্গে আমাদের রাসূল (সা.)-এর দেখানো কথার কোনো মিল নেই। এরা বিদেশি দুশমন। এরা গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতে আবার দিল্লির তাবেদারি প্রতিষ্ঠার জন্য মাজার ভাঙছে। আপনাদের বিভ্রান্ত করছে। আমরা যদি সতর্ক না হই, তাহলে আবারও আমাদের দেশকে দিল্লির অধীনে নেবে।’
বইমেলায় হামলা সম্পর্কে ফরহাদ মজহার বলেন, ‘বইমেলায় যে ঘটনা, বাংলা একাডেমিতেও হয়েছে, এটা পরিকল্পিত। কারণ, যে প্রকাশক একজন লেখিকার বই প্রকাশ করেছেন, তাঁকে যখন বলা হয়েছে, লেখিকা বাংলাদেশের জনগণের পক্ষে নন, বরং ভারতের বিজিবির পক্ষে এবং তাঁর বই আমাদের জাতীয় বইমেলায় আমরা প্রচার করতে চাই না। যারা দেশ ধ্বংস করতে চায়, দখল করতে চায়, তাদের বই প্রচার করা যাবে না। সেটাই তারা বলতে চেয়েছিল। তখন প্রকাশক তাদের বই না সরিয়ে জয় বাংলা স্লোগান দেন এবং পরাজিত শক্তির পক্ষে দম্ভ দেখিয়েছেন। তারপরও সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি।’
এতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন প্রমুখ।
লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ‘যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায় না, তারা বলছে, আমরা এখনই নির্বাচন চাই। আমরা এখনই সরকার গঠন করতে চাই। ওরা ১৫ বছর লুটপাট করেছে, আমরাও ১৫-২০ বছর লুটপাট করব। এটা হলো পরিস্থিতি।’
আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আধ্যাত্বিক সাধক আব্দুল কাদির শাহ (রহ.)-এর ৫৭তম স্বরণোৎসব ও বার্ষিক ওরসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারা দেশে মাজারে ভাঙচুরের কথা উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘যারা মাজার ভেঙেছে, তাদের কথার সঙ্গে আমাদের রাসূল (সা.)-এর দেখানো কথার কোনো মিল নেই। এরা বিদেশি দুশমন। এরা গণ-অভ্যুত্থানকে নস্যাৎ করতে আবার দিল্লির তাবেদারি প্রতিষ্ঠার জন্য মাজার ভাঙছে। আপনাদের বিভ্রান্ত করছে। আমরা যদি সতর্ক না হই, তাহলে আবারও আমাদের দেশকে দিল্লির অধীনে নেবে।’
বইমেলায় হামলা সম্পর্কে ফরহাদ মজহার বলেন, ‘বইমেলায় যে ঘটনা, বাংলা একাডেমিতেও হয়েছে, এটা পরিকল্পিত। কারণ, যে প্রকাশক একজন লেখিকার বই প্রকাশ করেছেন, তাঁকে যখন বলা হয়েছে, লেখিকা বাংলাদেশের জনগণের পক্ষে নন, বরং ভারতের বিজিবির পক্ষে এবং তাঁর বই আমাদের জাতীয় বইমেলায় আমরা প্রচার করতে চাই না। যারা দেশ ধ্বংস করতে চায়, দখল করতে চায়, তাদের বই প্রচার করা যাবে না। সেটাই তারা বলতে চেয়েছিল। তখন প্রকাশক তাদের বই না সরিয়ে জয় বাংলা স্লোগান দেন এবং পরাজিত শক্তির পক্ষে দম্ভ দেখিয়েছেন। তারপরও সেখানে এমন কোনো ঘটনা ঘটেনি।’
এতে সভাপতিত্ব করেন আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামল চন্দ্র বসাক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, আশুগঞ্জ থানার ওসি মো. বিল্লাল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহিন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন প্রমুখ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
১৬ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
১৭ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগেমুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে উদ্ধার মর্টার শেল বিস্ফোরণে গ্রামের তিনটি গরু মারা গেছে এবং অর্ধশতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। এ জন্য তাঁরা ক্ষতিপূরণ দাবি করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে