Ajker Patrika

চট্টগ্রাম বন্দর

কমলার বদলে এল কার্টনভর্তি সিগারেট

  • ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ।
  • ৩০ কোটি টাকা শুল্ক ফাঁকির চেষ্টা।
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফাইল ছবি
ফাইল ছবি

কমলালেবুর ঘোষণা দিয়ে আমদানি করা কনটেইনারে পাওয়া গেছে কার্টনভর্তি সিগারেট। ভুয়া ঘোষণা ও ভুয়া নথিপত্রের মাধ্যমে আমদানি করা ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম হাউস।

কাস্টমসের নথি অনুযায়ী, ঢাকাভিত্তিক আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন ১৫ মে চট্টগ্রাম বন্দরে আসা একটি চালানে কমলালেবুর কথা ঘোষণা করেছিল। আমদানিকারকের পক্ষে পণ্য খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট দিবা ট্রেডিং লিমিটেড।

সংযুক্ত আরব আমিরাত থেকে কমলালেবু আমদানির ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে ৪০ ফুট লম্বা একটি কনটেইনারে পণ্য আমদানি করে ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান আহসান করপোরেশন। পণ্যের চালানটি খালাস নিতে চট্টগ্রাম কাস্টম হাউসে ১৯ মে বিল অব এন্ট্রি দাখিল করে দিবা ট্রেডিং লিমিটেড।

চট্টগ্রাম কাস্টম হাউসের মুখপাত্র এবং ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ঘোষণাবহির্ভূত পণ্য থাকার সন্দেহে ২১ মে রাত ২টায় চট্টগ্রাম বন্দরে কনটেইনারটি পরীক্ষা করা হয়। কনটেইনার খুলে ১ হাজার ২৫০টি কার্টনে দুটি ব্র্যান্ডের মোট ১ কোটি ২৫ লাখ শলাকা সিগারেট এবং ৩৮৭ কার্টন ঘোষিত পণ্য হিসেবে ৫ হাজার ৪১৮ কেজি কমলা পাওয়া যায়।

আমদানির নথি অনুযায়ী ১৫ মে চট্টগ্রাম বন্দরে আসে পণ্যের চালানটি। আটক করা পণ্য চালানের বিপরীতে রাজস্বের পরিমাণ প্রায় ৩০ কোটি টাকা। অর্থাৎ আলোচ্য পণ্য চালানটিতে মিথ্যা ঘোষণায় প্রায় ৩০ কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়।

কাস্টমস কর্মকর্তারা জানান, কনটেইনারটি কমলালেবু হিসেবে ঘোষণা করে আমদানি করা হয়েছিল। কমলালেবু আমদানিতে করের হার ৯০ শতাংশ। সিগারেটের ক্ষেত্রে এই হার ৩২০ শতাংশ থেকে ৬০০ শতাংশ পর্যন্ত হতে পারে।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার কাজী রাইহানুজ জামান বলেন, তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী

নানা গুঞ্জনের মধ্যে ড. ইউনূসের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

অভ্যুত্থানের পরে সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়া ব্যক্তিবর্গ প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান

ভারতে জাহাজ নির্মাণের জন্য ২১ বিলিয়ন ডলারের চুক্তি বাতিল করল বাংলাদেশ

যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরকেই খাবে: কাদের ইঙ্গিত করলেন উপদেষ্টা আসিফ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত