Ajker Patrika

প্রবল বর্ষণে সড়কে পড়ল বিশালাকার পাথর, ৪ ঘণ্টা বন্ধ ছিল বাস চলাচল

থানচি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৫: ৪৭
প্রবল বর্ষণে সড়কে পড়ল বিশালাকার পাথর, ৪ ঘণ্টা বন্ধ ছিল বাস চলাচল

টানা চার দিন এবং গতকাল বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষণে বান্দরবানের থানচিতে বড় একটি পাথর পড়ে ৪ ঘণ্টা বন্ধ ছিল বাস চলাচল। আজ শুক্রবার বান্দরবান-থানচি সড়কে নীলগিরির পর্যটনকেন্দ্রের নিকটবর্তী গ্যালেঙ্গা ঝিঁড়ি মাথা কালা পাহাড় থেকে পাথরটি ধসে পড়ে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। সড়কে পড়ে থাকা পাথর অপসরণের কাজ চলছে।

ইউএনও জানান, গতকাল মধ্যরাতে প্রবল বৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি পর্যটনকেন্দ্র ও নিল দিগন্ত পর্যটনকেন্দ্রের মাঝামাঝি কালা পাহাড় এলাকায় সড়কের ওপর বড় একটি পাথর এসে পড়ে। এতে থানচির সঙ্গে সড়কযোগাযোগ বন্ধ হয়ে যায়। আজ সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরাতে কাজ শুরু করে। কিন্তু বড় পাথর সরানোর মতো যন্ত্রপাতি না থাকায় তারা ব্যর্থ হয়। পরে সকাল ৮টায় পাথরটি অপসারণে সেনাবাহিনীর ১৬ ইসিবি অনুরোধ করা হলে বেলা সাড়ে ১১টায় পাথরটি অপসারণ করা হয়। দুপুর ১২টা থেকে যোগাযোগ স্বাভাবিক হয়েছে। 

থানচি উপজেলা ফায়ার স্টেশনে ফায়ার লিডার তরুণ জ্যোতি বড়ুয়া জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সড়কের বিশাল পাথরটি চার ঘণ্টার চেষ্টায় অপসারণ করতে স্বক্ষম হন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত