Ajker Patrika

বাংলাদেশের মহাদুর্যোগের নাম বিএনপি: কাদের

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৪: ২৯
বাংলাদেশের মহাদুর্যোগের নাম বিএনপি: কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘৭৫ থেকে অনেক দুর্যোগ এসেছে। একটা দুর্যোগের নাম আপনারা শোনেননি। এই মহাদুর্যোগের নাম বিএনপি। বিএনপি হলো বাংলাদেশের মহাদুর্যোগ।’ আজ শনিবার দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন শেষে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

বিএনপিকে বাংলাদেশর জন্য মহাদুর্যোগ হিসেবে আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘এই মহাদুর্যোগ থেকে বাংলাদেশকে বাঁচাতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে। সাম্প্রদায়িক অপশক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হন। শেখ হাসিনা হারতে জানেন না। বঙ্গবন্ধু কোনো দিন হার মানেননি। শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। শেখ হাসিনা আবারও বিজয়ী হবেন।’

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধান বক্তার বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর এবং তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত