কক্সবাজার প্রতিনিধি
একই দিনে পড়েছে পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস। উদ্যাপন করতে তাই দেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে এসেছেন কক্সবাজার সমুদ্রসৈকতে। তবে পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, দুটি দিবস একসঙ্গে হলেও ছুটির দিন না হওয়ায় কাঙ্ক্ষিত পর্যটক সমাগম হয়নি। অবশ্য বড় হোটেলগুলোতে বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে ছিল নানা আয়োজন।
আজ মঙ্গলবার বিকেলে শহরের সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে গিয়ে দেখা যায়, নানা বয়সী পর্যটক ভিড় জমিয়েছেন। অনেক নারী মাথায় ফুলের মালা ও গায়ে হলুদ পোশাক পরে সৈকত রাঙিয়েছেন।
বিকেল সাড়ে ৫টায় নীল জলরাশিতে লাল সূর্য হেলে পড়ে মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি করে। এ দৃশ্য পর্যটকদের কেউ কেউ ক্যামেরায় বন্দী করেন, কেউ আবার সেলফি তোলেন। বিচ বাইক, ওয়াটার বাইকে চড়ে সমুদ্র দর্শন করেন অনেক পর্যটক, কেউ আবার সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন ঘোড়ার গাড়িতে চেপে। পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও বসন্তবরণ ও ভালোবাসা দিবস উদ্যাপনে হাজির হয়েছিলেন সৈকতে।
জেলা প্রশাসনের বিচকর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুপুরের পর থেকে সৈকতের তিনট পয়েন্টে অন্তত ৫০ হাজার পর্যটক নেমেছেন।
এ ছাড়া মেরিন ড্রাইভ ধরে দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক ও টেকনাফ সৈকতেও ছুটে যান পর্যটকেরা। এদিকে সেন্ট মার্টিন, রামু, চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও নিভৃতে নিসর্গে পর্যটকের ভিড় ছিল।
বিকেলে কথা হয় ময়মনসিংহের নান্দাইল থেকে আসা নবদম্পতি সাইফুল আজম ও শাহীনা আক্তারের সঙ্গে। তাঁরা জানান, এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস একসঙ্গে পেয়ে বেড়ানোর জন্য সমুদ্রসৈকতে ছুটে এসেছেন। খুবই ভালো লাগছে। তাঁদের মতো দুটি দিবস একসঙ্গে পেয়ে কক্সবাজার ছুটে এসেছেন অনেকেই।
তবে কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, হোটেলগুলোর মোটামুটি অর্ধেক কক্ষ ভাড়া হয়েছে। দুটি দিবস একসঙ্গে পড়লেও অফিস-আদালত খোলা থাকায় কাঙ্ক্ষিত পর্যটক আসেননি।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেহরিন আলম বলেন, পর্যটকদের পাশাপাশি সৈকতে বিপুলসংখ্যক স্থানীয় লোকজন ঘুরতে এসেছেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পুলিশ কাজ করছে।
একই দিনে পড়েছে পয়লা ফাল্গুন আর বিশ্ব ভালোবাসা দিবস। উদ্যাপন করতে তাই দেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে এসেছেন কক্সবাজার সমুদ্রসৈকতে। তবে পর্যটনসংশ্লিষ্টরা বলছেন, দুটি দিবস একসঙ্গে হলেও ছুটির দিন না হওয়ায় কাঙ্ক্ষিত পর্যটক সমাগম হয়নি। অবশ্য বড় হোটেলগুলোতে বসন্তবরণ ও ভালোবাসা দিবস উপলক্ষে ছিল নানা আয়োজন।
আজ মঙ্গলবার বিকেলে শহরের সমুদ্রসৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলী পয়েন্টে গিয়ে দেখা যায়, নানা বয়সী পর্যটক ভিড় জমিয়েছেন। অনেক নারী মাথায় ফুলের মালা ও গায়ে হলুদ পোশাক পরে সৈকত রাঙিয়েছেন।
বিকেল সাড়ে ৫টায় নীল জলরাশিতে লাল সূর্য হেলে পড়ে মনোমুগ্ধকর এক পরিবেশের সৃষ্টি করে। এ দৃশ্য পর্যটকদের কেউ কেউ ক্যামেরায় বন্দী করেন, কেউ আবার সেলফি তোলেন। বিচ বাইক, ওয়াটার বাইকে চড়ে সমুদ্র দর্শন করেন অনেক পর্যটক, কেউ আবার সৈকতে ঘুরে বেড়াচ্ছিলেন ঘোড়ার গাড়িতে চেপে। পর্যটকদের পাশাপাশি স্থানীয়রাও বসন্তবরণ ও ভালোবাসা দিবস উদ্যাপনে হাজির হয়েছিলেন সৈকতে।
জেলা প্রশাসনের বিচকর্মী বেলাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুপুরের পর থেকে সৈকতের তিনট পয়েন্টে অন্তত ৫০ হাজার পর্যটক নেমেছেন।
এ ছাড়া মেরিন ড্রাইভ ধরে দরিয়ানগর, হিমছড়ি, ইনানী, পাটুয়ারটেক ও টেকনাফ সৈকতেও ছুটে যান পর্যটকেরা। এদিকে সেন্ট মার্টিন, রামু, চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও নিভৃতে নিসর্গে পর্যটকের ভিড় ছিল।
বিকেলে কথা হয় ময়মনসিংহের নান্দাইল থেকে আসা নবদম্পতি সাইফুল আজম ও শাহীনা আক্তারের সঙ্গে। তাঁরা জানান, এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে। পয়লা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস একসঙ্গে পেয়ে বেড়ানোর জন্য সমুদ্রসৈকতে ছুটে এসেছেন। খুবই ভালো লাগছে। তাঁদের মতো দুটি দিবস একসঙ্গে পেয়ে কক্সবাজার ছুটে এসেছেন অনেকেই।
তবে কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, হোটেলগুলোর মোটামুটি অর্ধেক কক্ষ ভাড়া হয়েছে। দুটি দিবস একসঙ্গে পড়লেও অফিস-আদালত খোলা থাকায় কাঙ্ক্ষিত পর্যটক আসেননি।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের সিনিয়র সহকারী পুলিশ সুপার শেহরিন আলম বলেন, পর্যটকদের পাশাপাশি সৈকতে বিপুলসংখ্যক স্থানীয় লোকজন ঘুরতে এসেছেন। পর্যটকদের সার্বিক নিরাপত্তায় পুলিশ কাজ করছে।
আলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
৩ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
৭ মিনিট আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৪৪ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
১ ঘণ্টা আগে