Ajker Patrika

থানচিতে আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান

থানচি (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৪: ০৫
থানচিতে আগুনে পুড়ে গেছে অর্ধশতাধিক দোকান

বান্দরবানের থানচিতে আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। আজ বুধবার (২২ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার বলিপাড়া বাজারে এই আগুন লাগে। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসে দুটি ইউনিট। বাজারের একটি রেস্টুরেন্টের চুলা থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বলিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, ‘আগুনে বাজারের প্রায় ৭৫টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৫০ কোটি টাকার বেশি হবে।’

বান্দরবানের থানচির বলিপাড়া বাজারের আগুন নিয়ন্ত্রণ করছেন ফয়ার সার্ভিসের কর্মীরাএ নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে। তবে কয়টা দোকান পুড়েছে এবং কত ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই ঠিক বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, ৬০টির বেশি দোকান পুড়েছে। বিস্তারিত পরে বলা যাবে। আজ বুধবার প্রধানমন্ত্রীর উপহারের ৫২টি ঘর ভূমিহীনদের হস্তান্তরের অনুষ্ঠান রয়েছে। এরপর জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদের প্রাথমিকভাবে ত্রাণসামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত