Ajker Patrika

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা পাচারকারী নিহত

 প্রতিনিধি, কক্সবাজার
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫: ০৫
কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ দুই ইয়াবা পাচারকারী নিহত

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে দুই ইয়াবা পাচারকারী বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতে এ ঘটনা ঘটেছে। এ সময় দুটি অস্ত্র ও ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, মিয়ানমার সীমান্ত এলাকা উখিয়ার রেজু আমতলীতে ইয়াবা পাচার হওয়ার খবর পেয়ে ৩৪ বিজিবির একটি দল অভিযানে যায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে পাচারকারীরা। জবাবে বিজিবিও পাল্টা গুলি চালায়। বিজিবির দাবি, গোলাগুলির পর ঘটনাস্থল থেকে মোহাম্মদ শাহজাহান (২৭) নামের এক মাদক কারবারির লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও দেশে তৈরি একটি অস্ত্র উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

লে. কর্নেল আলী হায়দার বলেন, নিহত শাহজাহান উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে।

এদিকে টেকনাফ উপজেলার দমদমিয়া নাফ নদীর পাড়ে ভোররাতে একইভাবে ইয়াবা পাচারের চালান আসার খবরে অভিযানে নামে বিজিবি। সেখানে টহলরত বিজিবির সদস্যরা মাদক পাচারকারী দলের তিনজনকে সন্দেহ করে চ্যালেঞ্জ করেন। বিজিবির দাবি, তখন পাচারকারীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরাও গুলি ছোড়ে। এতে এক যুবক নিহত হয়েছেন। তাঁর বয়স ২৬-২৭ বলে বিজিবি জানিয়েছে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, ঘটনাস্থল থেকে ৩ লাখ ৪০ হাজার ইয়াবা বড়ি ও একটি দেশে তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত