Ajker Patrika

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ০৩
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় থানা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক আরিফুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সল্টগোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফুল ইসলাম বন্দর থানার মধ্যম গোসাইলডাঙ্গার বড়বাড়ির মো. ইসলামের ছেলে। 

পুলিশ জানায়, আরিফুল ইসলাম মোটরসাইকেলে চালাচ্ছিলেন। এ সময় দ্রুতবেগে আসা একটি লরি ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

বন্দর থানার ওসি জাহিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, লরিটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছেন। 

এদিকে আরিফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত