Ajker Patrika

ফেনী প্রেসক্লাবে হামলা, বুধবার কর্মবিরতি পালন করবেন স্থানীয় সাংবাদিকরা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনী প্রেসক্লাবে হামলা, বুধবার কর্মবিরতি পালন করবেন স্থানীয় সাংবাদিকরা

ফেনীতে বিএনপির পদযাত্রা ও আওয়ামী লীগের শান্তি সমাবেশ চলাকালে প্রেসক্লাবে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এই হামলার ঘটনা ঘটে। 

তারা প্রেসক্লাবে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ করে, এতে ক্লাবের দরজা-জানালার কাচ ও সাইনবোর্ড ভেঙে যায়। 

এ সময় আহত হয় ডিবিসি নিউজের ফেনী প্রতিনিধি আবু তাহের ভূঁইয়া। এছাড়াও দায়িত্ব পালনকালে মোহনা টিভির ফেনী জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ নিলয়, দৈনিক মানব জমিনের ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম, সময় টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মীর হোসেন রাসেল, ডিবিসি টিভির ক্যামেরাপারসন দুলাল তালুকদার, দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক মুস্তাফিজ মুরাদ, বাংলাভিশন টিভির ক্যামেরাপারসন মামুন মিরাজুল, এটিএন নিউজের ক্যামেরাপারসন ও দৈনিক ফেনীর চিত্রগ্রাহক মোজাম্মেল হক লিংকন, সাপ্তাহিক ফেনীর তালাশের প্রতিবেদক এমএ আকাশ হামলার শিকার হন। 

ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী বলেন, রাতেই ফেনীর কর্মরত সাংবাদিকদের নিয়ে ক্লাবে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সকলের সিদ্ধান্ত মোতাবেক বুধবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর বারোটা পর্যন্ত প্রেসক্লাবের সামনে সাংবাদিকেরা কর্মবিরতি পালন করবে। 

ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিন বেগ জানান, এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা আশা করছি যারা প্রেসক্লাবে হামলার ঘটনা ঘটিয়েছে তাদেরকে পুলিশ শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনবে। 

এদিকে খবর পেয়ে ক্লাব পরিদর্শন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী। পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের আশ্বাস দেন প্রেসক্লাবের যা ক্ষয়ক্ষতি তিনি ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে দেবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত