ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তাঁরা প্রত্যেকে মাথায় কাফনের কাপড় পরে প্রতিবাদ জানান। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে ‘বগাদানা ইউনিয়নবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় স্থানীয় ভোটার সাইফুল ইসলাম বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু নির্বাচনের আগেই ভোটের দিন ঘর থেকে বের না হতে এক পক্ষ হুমকি-ধমকি দিচ্ছে।’
আলমগীর হোসেন নামে আরেকজন বলেন, ‘আগে থেকেই জেলার বড় পদস্থ সরকারদলীয় নেতা-কর্মীরা আমাদের এলাকায় যাতায়াত করছেন। নির্বাচনের দিনও তারা মাঠে থাকবে শুনছি। তাই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এ সময় ভোটাররা ভোট গ্রহণের দিন বহিরাগতদের দমনে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানান।
কর্মসূচি চলার একপর্যায়ে একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম সিপন একাত্মতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘সহিংসতা ও ভোট ডাকাতির শঙ্কায় ভুগছি। তাই নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাই।’
নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন বাবুল বলেন, সরকারের উন্নয়নে খুশি হয়ে এলাকার মানুষ তাঁর পাশে রয়েছেন, সমর্থন করছেন। এতে ঈর্ষান্বিত হয়ে কেউ কেউ তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছেন। এসব কিছুর জবাব ভোটের দিন ভোটাররাই দেবে।
এদিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য সব প্রস্তুতি রয়েছে। ভোট সুষ্ঠু করতে যা প্রয়োজন, তাই করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল মাঠে কাজ করছে। বিধি অমান্যকারীদের প্রয়োজনে সাজাও দেওয়া হচ্ছে। এতে প্রভাব খাটিয়ে কারও পার পাওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, সোনাগাজীতে চতুর্থ ধাপে ৯ ইউপিতে এরই মধ্যে চেয়ারম্যান পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও অন্যগুলোতে চলছে নৌকা, বিদ্রোহী, জাতীয় পার্টি ও বিএনপির বহুমুখী লড়াই। ২৬ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ভোটের দিন যতই ঘনিয়ে আসছে এখানে ততই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন স্থানীয় ভোটার এবং প্রার্থীরা।
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় তাঁরা প্রত্যেকে মাথায় কাফনের কাপড় পরে প্রতিবাদ জানান। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বগাদানা ইউনিয়নের তাকিয়া বাজারে ‘বগাদানা ইউনিয়নবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
পরে তাঁরা বিক্ষোভ মিছিল করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় স্থানীয় ভোটার সাইফুল ইসলাম বলেন, ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কিন্তু নির্বাচনের আগেই ভোটের দিন ঘর থেকে বের না হতে এক পক্ষ হুমকি-ধমকি দিচ্ছে।’
আলমগীর হোসেন নামে আরেকজন বলেন, ‘আগে থেকেই জেলার বড় পদস্থ সরকারদলীয় নেতা-কর্মীরা আমাদের এলাকায় যাতায়াত করছেন। নির্বাচনের দিনও তারা মাঠে থাকবে শুনছি। তাই এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
এ সময় ভোটাররা ভোট গ্রহণের দিন বহিরাগতদের দমনে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানান।
কর্মসূচি চলার একপর্যায়ে একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম সিপন একাত্মতা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, ‘সহিংসতা ও ভোট ডাকাতির শঙ্কায় ভুগছি। তাই নিরপেক্ষ নির্বাচনের দাবি জানাই।’
নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন বাবুল বলেন, সরকারের উন্নয়নে খুশি হয়ে এলাকার মানুষ তাঁর পাশে রয়েছেন, সমর্থন করছেন। এতে ঈর্ষান্বিত হয়ে কেউ কেউ তাঁর বিরুদ্ধে অপপ্রচার করছেন। এসব কিছুর জবাব ভোটের দিন ভোটাররাই দেবে।
এদিকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য সব প্রস্তুতি রয়েছে। ভোট সুষ্ঠু করতে যা প্রয়োজন, তাই করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান। তিনি বলেন, যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের একাধিক দল মাঠে কাজ করছে। বিধি অমান্যকারীদের প্রয়োজনে সাজাও দেওয়া হচ্ছে। এতে প্রভাব খাটিয়ে কারও পার পাওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, সোনাগাজীতে চতুর্থ ধাপে ৯ ইউপিতে এরই মধ্যে চেয়ারম্যান পদে ২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও অন্যগুলোতে চলছে নৌকা, বিদ্রোহী, জাতীয় পার্টি ও বিএনপির বহুমুখী লড়াই। ২৬ ডিসেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ভোটের দিন যতই ঘনিয়ে আসছে এখানে ততই উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন স্থানীয় ভোটার এবং প্রার্থীরা।
দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে গাজীপুরের দুটি সাবরেজিস্ট্রি অফিস। গাজীপুর সদর ও গাজীপুর যুগ্ম সাবরেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। নিয়ম অনুযায়ী প্রতিবছর অডিট করার কথা থাকলেও ১০ বছর ধরে অফিস দুটি অডিট হয় না বলেও অভিযোগ পাওয়া গেছে। দুদকের অভিযানেও উঠে এসেছে অভিযোগের সত্যতা।
৬ ঘণ্টা আগেটাঙ্গাইলের বাসাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। এতে বন্ধ হয়ে গেছে পানিপ্রবাহ। বাড়ছে কৃষি ও পরিবেশ বিপর্যয়। এতে স্থানীয় বাসিন্দারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে অসাধু চক্রটি। তবে এ নিয়ে স্থানীয় প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা
৭ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক ও জনপদের শত কোটি টাকার জায়গা দখল করে গড়ে উঠেছে অবৈধ খাবার হোটেল। এগুলো ট্রাক হোটেল নামে পরিচিত। আর এই হোটেল ব্যবসার আড়ালে মাদকের কারবার চলছে বলে অভিযোগ উঠেছে।
৭ ঘণ্টা আগেপটুয়াখালীর দুমকি উপজেলার আলোচিত কলেজছাত্রী লামিয়া আক্তার ধর্ষণ মামলার পলাতক আসামি ইমরান মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেল ৫টার দিকে বরিশাল জেলার এয়ারপোর্ট থানা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১০ ঘণ্টা আগে