Ajker Patrika

শ্লীলতাহানির লজ্জায় বিষপানে আত্মহত্যার চেষ্টা স্কুলছাত্রীর

­হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ২১ মার্চ ২০২৫, ২০: ৩৩
হাতিয়া থানা। ছবি: আজকের পত্রিকা
হাতিয়া থানা। ছবি: আজকের পত্রিকা

নোয়াখালীর হাতিয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় লজ্জায় ওই কিশোরী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে হাতিয়া থানায় মামলা করেছেন। মামলায় তিনজনকে আসামি করা হয়। তাঁরা হলেন মো. লাবলু, মো. হাসান ও রুবেল উদ্দিন।

লিখিত অভিযোগে বলা হয়, গতকাল বৃহস্পতিবার রাতে শৌচাগারে যাওয়ার জন্য বের হয়ে ওই কিশোরী যৌন হয়রানির শিকার হয়। এর আগেই একই ব্যক্তিরা তাকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছিল। এই ঘটনায় লজ্জায়, অপমানে রাতে ঘরে থাকা ইঁদুরের ওষুধ পান করে আত্মহত্যার চেষ্টা করে মেয়েটি। পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

স্কুলছাত্রীর বাবা জানান, মেয়েকে উত্ত্যক্ত করার বিষয়ে সামাজিকভাবে কয়েকজনকে বলা হয়েছে। তাতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে রাতে মেয়েকে অপহরণ করে নিয়ে যেতে চেয়েছে। মেয়ে খুবই অসুস্থ। সে মানসিকভাবে ভেঙে পড়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘হসপিটালে গিয়ে মেয়েটিকে দেখে এসেছি। সে মানসিক ট্রমার মধ্যে আছে। অভিযুক্ত যুবকদের কঠোর বিচার হওয়া উচিত।’

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা হাসপাতালে ভর্তি থাকা মেয়েটির সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত