নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকার শাহেনশাহ হিসেবে পরিচিত পাহাড়খেকো, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে অবশেষে ঢাকার বনশ্রী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁকে বর্তমানে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জহুরুল আলম চসিকের ৯ নম্বর ওয়ার্ডের (উত্তর পাহাড়তলী) সাবেক কাউন্সিলর এবং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তিনি বর্তমান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছুড়ে ও হামলা করে আলোচনায় এসেছিলেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি প্রধান আসামি। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তিনি বরখাস্ত হন।
পুলিশ কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, বুধবার দিবাগত রাতে সাবেক কাউন্সিলর জসিমকে আটক করা হয়। পরে তাঁকে চট্টগ্রামে আনা হয়। তবে তাঁর বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল আলম জসিম নগরে ‘ভূমিদস্যু’ এবং ‘পাহাড়খেকো’র তকমা নিয়ে আকবরশাহ থানার শাহেনশাহ হিসেবে পরিচিত। তিনি সরকারি পাহাড়, ছড়া, খাস জায়গা, রেলওয়ের জায়গা দখল থেকে শুরু করে পাহাড় কেটে নেন। নিজস্ব বাহিনী দিয়ে পাহাড় কেটে বানিয়েছেন আবাসিক প্লট, বিভিন্ন স্থানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ করেছেন। অনেককে প্রকাশ্যে হুমকি দিয়েও বিতর্কিত হন জসিম। তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে পরিবেশ আইনে বেশ কিছু মামলা বিচারাধীন। তাঁর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও অর্থ দিয়ে সহায়তার অভিযোগে একাধিক মামলা হয়েছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি কাউন্সিলর জসিমকে গ্রেপ্তারে রাতভর আকবর শাহ এলাকার একটি ভবনে তল্লাশি চালায় পুলিশ। তবে সেদিন সেখানে তাঁকে পাওয়া যায়নি। পরে মধ্যরাত ১২টার দিকে একে খান এলাকার একটি বাসা থেকে আকবরশাহ থানা পুলিশের একটি দল জসিমের স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করে।
জসিমের গ্রেপ্তার সম্পর্কে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, জসিমকে পাচঁলাইশ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। এ নিয়ে আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকার শাহেনশাহ হিসেবে পরিচিত পাহাড়খেকো, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমকে অবশেষে ঢাকার বনশ্রী থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাঁকে বর্তমানে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানায় রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (জনসংযোগ) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার জহুরুল আলম চসিকের ৯ নম্বর ওয়ার্ডের (উত্তর পাহাড়তলী) সাবেক কাউন্সিলর এবং উত্তর পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। তিনি বর্তমান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে ঢিল ছুড়ে ও হামলা করে আলোচনায় এসেছিলেন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনি প্রধান আসামি। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তিনি বরখাস্ত হন।
পুলিশ কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, বুধবার দিবাগত রাতে সাবেক কাউন্সিলর জসিমকে আটক করা হয়। পরে তাঁকে চট্টগ্রামে আনা হয়। তবে তাঁর বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল আলম জসিম নগরে ‘ভূমিদস্যু’ এবং ‘পাহাড়খেকো’র তকমা নিয়ে আকবরশাহ থানার শাহেনশাহ হিসেবে পরিচিত। তিনি সরকারি পাহাড়, ছড়া, খাস জায়গা, রেলওয়ের জায়গা দখল থেকে শুরু করে পাহাড় কেটে নেন। নিজস্ব বাহিনী দিয়ে পাহাড় কেটে বানিয়েছেন আবাসিক প্লট, বিভিন্ন স্থানে চাঁদাবাজির নিয়ন্ত্রণ করেছেন। অনেককে প্রকাশ্যে হুমকি দিয়েও বিতর্কিত হন জসিম। তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে পাহাড় কাটার অপরাধে পরিবেশ আইনে বেশ কিছু মামলা বিচারাধীন। তাঁর বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলি ও অর্থ দিয়ে সহায়তার অভিযোগে একাধিক মামলা হয়েছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি কাউন্সিলর জসিমকে গ্রেপ্তারে রাতভর আকবর শাহ এলাকার একটি ভবনে তল্লাশি চালায় পুলিশ। তবে সেদিন সেখানে তাঁকে পাওয়া যায়নি। পরে মধ্যরাত ১২টার দিকে একে খান এলাকার একটি বাসা থেকে আকবরশাহ থানা পুলিশের একটি দল জসিমের স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেপ্তার করে।
জসিমের গ্রেপ্তার সম্পর্কে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, জসিমকে পাচঁলাইশ থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার করে থানায় রাখা হয়েছে। এ নিয়ে আগামীকাল শুক্রবার সংবাদ সম্মেলন করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে