Ajker Patrika

দাউদকান্দিতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 
আপডেট : ১৬ মে ২০২৫, ১৫: ৩১
গ্রেপ্তার নাজমুল হাসান ও শরীফ ইসলাম। ছবি: আজকের পত্রিকা
গ্রেপ্তার নাজমুল হাসান ও শরীফ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের চান্দেরচর গ্রামে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দুজনই একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে চান্দেরচরের একটি দোচালা কাঁচা ঘরে মাদক সেবনের সময় যৌথ বাহিনী তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—চান্দেরচর গ্রামের মৃত শাহআলম মিয়ার ছেলে মো. নাজমুল হাসান (৩৫) ও মৃত আবুল হাসেম মেম্বারের ছেলে মো. শরীফ ইসলাম (৪৬)।

অভিযানে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের একটি টিম এবং দাউদকান্দি মডেল থানার গৌরীপুর তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অংশ নেন। গ্রেপ্তারের পর আসামিদের গৌরীপুর ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজমুল হাসান দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত। তিনি বিদেশি মদের বড় ডিলার হিসেবে এলাকায় পরিচিত এবং আশপাশের অন্তত দুটি থানায় নিয়মিত মাদক সরবরাহ করতেন।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। নতুন করে আরও একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত