Ajker Patrika

লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষ, নিহত ১ 

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষ, নিহত ১ 

লক্ষ্মীপুর-ভোলা সড়কে মোটরসাইকেলের সঙ্গে সাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে সাইকেলের আরোহী আবদুল মতিন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী মো. কাউছার হোসেন গুরুতর আহত হন। আজ রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত আবদুল মতিন সদর উপজেলার শাকচর এলাকার মো. সেকান্তর মিয়ার ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার ভোরে মজুচৌধুরীর হাট থেকে ব্যবসায়ী আবদুল মতিন সাইকেল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় লক্ষ্মীপুর-ভোলা সড়কে দ্রুত গতিতে ছেড়ে আসা মোটরসাইকেলের সঙ্গে সাইকেলটির সংঘর্ষ হয়। এতে আবদুল মতিন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত মোটরসাইকেল আরোহী মো. কাউছার হোসেনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আনোয়ার হোসেন বলেন, হাসপাতালে আনার আগে মারা যান আবদুল মতিন। গুরুতর আহত কাউছারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁর অবস্থায় আশঙ্কাজনক। 

সদর থানার ওসি মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, মোটরসাইকেলের ধাক্কায় আবদুল মতিন নামে একজন মারা গেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত