Ajker Patrika

নরসিংদীতে পাওনা ৫০০ টাকার জন্য দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যা

নরসিংদী প্রতিনিধি
বাবার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তাঁর সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে। গতকাল শনিবার নরসিংদীর পলাশ উপজেলায়। ছবি: আজকের পত্রিকা
বাবার মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তাঁর সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে। গতকাল শনিবার নরসিংদীর পলাশ উপজেলায়। ছবি: আজকের পত্রিকা

নরসিংদীতে পাওনা ৫০০ টাকার জন্য ইসমাইল হোসেন (৩৫) নামের এক দিনমজুরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ৮টার দিকে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের খিলপাড়া (পূবালী বাজার) এলাকায় এ ঘটনা ঘটে।

ইসমাইল হোসেন জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর এলাকার মোতালিব মিয়ার ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, পলাশ উপজেলার খিলপাড়া এলাকায় সপরিবারে বসবাস করে দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলেন ইসমাইল হোসেন। তাঁর স্ত্রী স্থানীয় একটি কারখানায় কাজ করেন। একমাত্র মেয়ে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, ইসমাইলের কাছে ৫০০ টাকা পেতেন খিলপাড়া এলাকার আহসান মিয়ার ছেলে আফজাল হোসেন (৩৬)। সেই টাকা নিয়ে শনিবার রাতে পূবালী বাজারের পাশে খিলপাড়া এলাকায় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পাশের একটি দোকান থেকে ছুরি নিয়ে ইসমাইলের পেটে আঘাত করেন আফজাল হোসেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এলে আফজাল পালিয়ে যান। পরে আশপাশের লোকজন ইসমাইলকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি আগেই মারা গেছেন। খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পলাশ থানার পুলিশ।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, মাত্র ৫০০ টাকা পাওনা নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরি দিয়ে ইসমাইলকে হত্যার পর অভিযুক্ত আফজাল পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ইসমাইলের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত