Ajker Patrika

পুলিশকে গুলি করে আসামি ছিনতাই, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
পুলিশকে গুলি করে আসামি ছিনতাই, বাবা-ছেলেসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের ওপর এলোপাতাড়ি গুলি করে বাবাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে গাজীপুর জেলার টঙ্গী থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে মন্নাফ ওরফে মনেক (৫০) ও তাঁর ছেলে শিপন (৩০)। এর মধ্যে মনেকের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলা এবং তাঁর ছেলে শিপনও ডাকাতি-মাদকসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ সময় শরীফুল নামে তাঁদের এক সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। 

পুলিশ বলছে, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) সোহেল আহমেদের নেতৃত্বে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে শীর্ষ সন্ত্রাসী ব্যবসায়ী মন্নাফ ওরফে মনেক ও তাঁর ছেলে আরেক শীর্ষ সন্ত্রাসী শিপনকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। অভিযানে গ্রেপ্তার করা হয় মনেককে। পরে এই সংবাদ পেয়ে তাঁর ছেলে শিপনসহ কয়েকজন মাদক কারবারি দুদিক থেকে পুলিশের ওপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। পুলিশও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় নবীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোহেল ও উপপরিদর্শক (এসআই) রনি সোরে রানার গুলিবিদ্ধ হন। 

এই ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোল্লা মোহাম্মদ শাহীন সোমবার দুপুরে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ অপরাধী বাবা-ছেলেসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নিয়ে অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত