Ajker Patrika

কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে শতাধিক মৃত জেলিফিশ 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে শতাধিক মৃত জেলিফিশ 

কক্সবাজার সমুদ্রসৈকতে আবারও ভেসে এসেছে প্রায় শতাধিক মৃত সাদা নুইন্যা বা ‘হোয়াইট টাইপ জেলিফিশ’। আজ শুক্রবার সকালে শহরের কলাতলী, বেইলি হ্যাচারি ও সুগন্ধা পয়েন্টসহ সৈকতের বিভিন্ন এলাকায় ভাটার সময় এসব জেলিফিশ দেখা গেছে। সংশ্লিষ্টদের ধারণা—জেলেদের জালে আটকে পড়ে এসব সাদা নুইন্যা মারা পড়েছে।

এদিকে সৈকতে মরা সাদা নুইন্যা ভেসে আসার খবর পেয়ে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বুরি) মহাপরিচালক ও সমুদ্র বিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দরসহ একদল বিজ্ঞানী সরেজমিন পরিদর্শন করেছেন। বিজ্ঞানীরা জেলিফিশের মৃত্যুর কারণ অনুসন্ধানে নমুনা সংগ্রহ করেছেন। 

এর আগে আগস্ট মাসের প্রথম সপ্তাহে কয়েক দফায় মরা জেলিফিশ সৈকতে পরে থাকতে দেখা যায়। 

বুরির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর আজকের পত্রিকাকে বলেন, বিভিন্ন সময় মৎস্যজীবীদের বিহুন্দি জালে জেলিফিশগুলো অযাচিতভাবে আটকা পড়ে মারা যায়। পরবর্তীতে কক্সবাজার ও পটুয়াখালীসহ বিভিন্ন সমুদ্রসৈকতে ভেসে আসে। এ ছাড়া জেলিফিশ স্রোতের বিপরীতে সাঁতার কাটতে পারে না। এ কারণে জোয়ারে ভেসে আসা জেলিফিশ ভাটার সময় সৈকতে আটকা পড়ে। 

সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর আরও বলেন, ‘অযত্ন অবহেলায় সৈকতে পড়ে থাকা এই সাদা নুইন্যা বা হোয়াইট টাইপ জেলিফিশ খাদ্য হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে জনপ্রিয়। এটি ওষুধ ও প্রসাধন শিল্পেও ব্যবহার হয়। বঙ্গোপসাগর সাদা নুইন্যার আবাসস্থল হলেও বাংলাদেশে এর কোনো ব্যবহার নেই। অথচ বিশ্বে জেলিফিশের ৫ দশমিক ৬০ বিলিয়ন ডলারের বাজার রয়েছে। আমরাও অবহেলিত এই সামুদ্রিক প্রাণীটির স্থানীয় বাজার সৃষ্টিসহ রপ্তানি করে সুনীল অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারি।’

সম্প্রতি বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সাদা নুইন্যা নিয়ে গবেষণা শুরু করেছে। গত ৩ নভেম্বর বিশ্ব জেলিফিশ দিবস উপলক্ষে বুরির সম্মেলন কক্ষে দেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত