Ajker Patrika

লক্ষ্মীপুরে ৭ লাখ মানুষ পানিবন্দী, ত্রাণ পৌঁছায়নি অনেক এলাকায়

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১৫: ০৫
লক্ষ্মীপুরে ৭ লাখ মানুষ পানিবন্দী, ত্রাণ পৌঁছায়নি অনেক এলাকায়

লক্ষ্মীপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল শুক্রবারের চেয়ে দুই থেকে তিন ফুটের মতো পানি বেড়েছে। পাঁচটি উপজেলা, চারটি পৌরসভা ও উপকূলের ৪০টি এলাকায় পানিবন্দী অবস্থায় আছে ৭ লাখ মানুষ। এদিকে শুক্রবার বিকেল থেকে জেলার অনেক এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছে। 

জেলা ও উপজেলা প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল বন্যার্তদের মধ্যে শুকনো খাবার, চাল-ডালসহ নানা সামগ্রী বিতরণ করছে। তবে তা প্রয়োজনের তুলনায় কম। কোনো কোনো এলাকার মানুষ ত্রাণ এখনো পায়নি। এদিকে বিশুদ্ধ পানির সংকট প্রকট আকার ধারণ করেছে। 

এখন পর্যন্ত জেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ২০ হাজারের বেশি মানুষ। ওই সব জায়গায় শুকানো খাবার দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। 

সদর উপজেলার চর রোহিতার আজাদ হোসেন বলেন, পানিবন্দী হয়ে থাকলেও এখনো কোনো ত্রাণ পাইনি। খুবই কষ্টে দিন কাটছে। কাজ-কর্ম করা যাচ্ছে না। মানুষের দুর্ভোগের শেষ নেই। দুশ্চিন্তায় রয়েছি। যেভাবে পানি বাড়ছে, কোথায় গিয়ে ঠেকে, সেটাই এখন চিন্তার বিষয়। 

সদর উপজেলার বাসিন্দা ওসমান গনি বলেন, কয়েক দিন ধরে পানিবন্দী হয়ে পড়ে আছি। পানি ওঠার কারণে ঘরে রান্না হচ্ছে না। খাওয়াদাওয়া করা যাচ্ছে না। 

লক্ষ্মীপুরে গতকাল শুক্রবারের চেয়ে পানি বেড়েছে। ছবি: আজকের পত্রিকালক্ষ্মীপুরের পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, জেলায় বর্তমানে ৭ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, জেলার ৫০ হাজার মানুষ এখন বিদ্যুৎহীন অবস্থায় আছে।

ত্রাণ বিতরণে অংশ নেওয়া বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী জানান, বন্যাদুর্গত এলাকার প্রত্যেকের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে বিএনপি। এ ছাড়া সরকারি ত্রাণসামগ্রী যেন প্রত্যেক পরিবার পায়, সে জন্য অন্তর্বর্তী  সকারের কাছে অনুরোধ জানান তিনি।

জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, ডাকাতিয়া ও রহমতখালী নদীসহ বিভিন্ন স্থানে বাঁধ দেওয়ায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। গত দুই দিনে দুই শতাধিক বাঁধ কেটে দেওয়া হয়েছে। ফলে পানি নামতে শুরু করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত