Ajker Patrika

ফেনীতে প্রবাসীর স্ত্রীকে জখমের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ২২: ০২
ফেনীতে প্রবাসীর স্ত্রীকে জখমের ঘটনায় ৩ জন গ্রেপ্তার

ফেনীর ফুলগাজীতে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে কুপিয়ে জখমের মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ঢাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন আমিনুর রহমান মজুমদার প্রকাশ খোকন, নুরুন নবী ও বেলাল মুন্সি। 

ফুলগাজী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গত ৭ মার্চ রাতে উপজেলার জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামে খড়ের গাদায় আগুন দিয়ে সৌদিপ্রবাসীর স্ত্রী ফাতেমাকে (৪২) তুলে নিয়ে যায় আসামি খোকন মজুমদারের লোকজন। ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তাঁকে পাশের বাড়ি থেকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হয়। 

অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে ওই দিন ফুলগাজী থানায় চারজনের নাম ও অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগীর মেয়ে। ঘটনার পর থেকে আসামিরা ঢাকায় আত্মগোপনে ছিলেন। 

এ বিষয়ে ওসি নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। আজ (বৃহস্পতিবার) তাদের ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়। পরে আসামিদের ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে হাজির করলে আপস করার শর্তে এক আসামির ১০ দিনের জামিন মঞ্জুর করেন। বাকি দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত