Ajker Patrika

ফটিকছড়িতে বৈশাখী ঝড়ে এক গৃহবধূর মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৪: ৪০
ফটিকছড়িতে বৈশাখী ঝড়ে এক গৃহবধূর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে কালবৈশাখীতে গাছ ভেঙে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ৯টায় উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ঝরঝরি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রিনা আক্তার (৪০) ওই এলাকার মোহাম্মদ শাহ আলমের স্ত্রী। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে প্রবল ঝড়ের সময় ওই গৃহবধূ বসতঘরের বাইরে পাতা কুড়াচ্ছিলেন। এ সময় মাথার ওপর গাছ ভেঙে পড়ে তিনি ঘটনাস্থলেই পড়ে যান। পরে স্থানীয়রা তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে নাজিহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল কাউসার বলেন, ‘সকাল ১০টার দিকে রিনা আক্তার নামের এক নারীকে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার আগেই ওই নারী মারা যান।’

উপজেলার কাঞ্চনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মো. দিদারুল আলম বলেন, ‘তিনি গাছ ভেঙে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত