হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
ডায়রিয়ায় স্বামী এরশাদের (২৮) মৃত্যুর দুই দিন পর স্ত্রী আয়েশা আক্তারও (২৩) হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অবস্থাও অনেকটা সংকটাপন্ন। গতকাল সোমবার এরশাদের মরদেহ দাফনের পর আয়েশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
মৃত এরশাদ ও আয়েশা আক্তার হাতিয়া বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের ইসলামিয়া বাজারের পাশে বেড়ির ওপরে বসবাস করতেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় ১৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৫০ শয্যার হাসপাতালে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ৬৯ জন রোগী ভর্তি রয়েছেন। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরত ডাক্তার ও নার্সদের।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ অনেক বেশি। ওয়ার্ডে জায়গা না থাকায় অনেকে বারান্দায় অবস্থান করছেন। অনেকের ঠাঁই হয়েছে সিঁড়ির নিচে ও পরিত্যক্ত জায়গায়। বারান্দায় বৈদ্যুতিক পাখার ব্যবস্থা না থাকায় গরমের মধ্যে অনেক রোগীকে কষ্ট করে থাকতে হচ্ছে। বহির্বিভাগেও একই অবস্থা। হাসপাতালের শয্যাসংখ্যা কম হওয়ায় অনেকে ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন।
আয়েশার ভাই আমির হোসেন বলেন, দুই দিন আগে বোনজামাই এরশাদ মারা যান। গতকাল তাঁর দাফনের পর বোন আয়েশাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অনেকটা জ্ঞানহীন অবস্থায় তাঁকে আসার পর থেকে স্যালাইন দেওয়া হচ্ছে। এখনো তাঁর অবস্থার উন্নতি হয়নি। তাঁদের একমাত্র সন্তানটিকে প্রতিবেশীদের কাছে রেখে আসা হয়েছে।
আমির হোসেন আরও বলেন, বোনজামাই এরশাদ স্থানীয় আলী ডুবাইয়ের মাছ ধরা ট্রলারে কাজ করতেন। ট্রলারটি নদীতে থাকা অবস্থায় ডায়রিয়ায় আক্রান্ত হয় তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগেই তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার মো. শামছুদ্দিন বলেন, অতিরিক্ত পানি শূন্যতায় এরশাদের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে পানি শূন্যতা থাকায় রগগুলো শুকিয়ে গিয়েছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজিম উদ্দিন বলেন, ঋতু পরিবর্তনের কারণে এখন গরম যত বাড়ছে, ডায়রিয়ার রোগীও তত বাড়ছে। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সব সময়ই ৮০-৯০ জন রোগী ভর্তি থাকেন। তবুও আমরা আমাদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি।
ডায়রিয়ায় স্বামী এরশাদের (২৮) মৃত্যুর দুই দিন পর স্ত্রী আয়েশা আক্তারও (২৩) হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অবস্থাও অনেকটা সংকটাপন্ন। গতকাল সোমবার এরশাদের মরদেহ দাফনের পর আয়েশাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
মৃত এরশাদ ও আয়েশা আক্তার হাতিয়া বুড়িরচর ইউনিয়নের কালিরচর গ্রামের ইসলামিয়া বাজারের পাশে বেড়ির ওপরে বসবাস করতেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় ১৫ জন রোগী ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ৫০ শয্যার হাসপাতালে আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ৬৯ জন রোগী ভর্তি রয়েছেন। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে অনেকটা হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরত ডাক্তার ও নার্সদের।
সরেজমিনে দেখা যায়, হাসপাতালে ডায়রিয়া রোগীর চাপ অনেক বেশি। ওয়ার্ডে জায়গা না থাকায় অনেকে বারান্দায় অবস্থান করছেন। অনেকের ঠাঁই হয়েছে সিঁড়ির নিচে ও পরিত্যক্ত জায়গায়। বারান্দায় বৈদ্যুতিক পাখার ব্যবস্থা না থাকায় গরমের মধ্যে অনেক রোগীকে কষ্ট করে থাকতে হচ্ছে। বহির্বিভাগেও একই অবস্থা। হাসপাতালের শয্যাসংখ্যা কম হওয়ায় অনেকে ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়িতে চলে যাচ্ছেন।
আয়েশার ভাই আমির হোসেন বলেন, দুই দিন আগে বোনজামাই এরশাদ মারা যান। গতকাল তাঁর দাফনের পর বোন আয়েশাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অনেকটা জ্ঞানহীন অবস্থায় তাঁকে আসার পর থেকে স্যালাইন দেওয়া হচ্ছে। এখনো তাঁর অবস্থার উন্নতি হয়নি। তাঁদের একমাত্র সন্তানটিকে প্রতিবেশীদের কাছে রেখে আসা হয়েছে।
আমির হোসেন আরও বলেন, বোনজামাই এরশাদ স্থানীয় আলী ডুবাইয়ের মাছ ধরা ট্রলারে কাজ করতেন। ট্রলারটি নদীতে থাকা অবস্থায় ডায়রিয়ায় আক্রান্ত হয় তিনি। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগেই তাঁর মৃত্যু হয়।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক উপসহকারী মেডিকেল অফিসার মো. শামছুদ্দিন বলেন, অতিরিক্ত পানি শূন্যতায় এরশাদের মৃত্যু হয়েছে। তাঁর শরীরে পানি শূন্যতা থাকায় রগগুলো শুকিয়ে গিয়েছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজিম উদ্দিন বলেন, ঋতু পরিবর্তনের কারণে এখন গরম যত বাড়ছে, ডায়রিয়ার রোগীও তত বাড়ছে। ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে সব সময়ই ৮০-৯০ জন রোগী ভর্তি থাকেন। তবুও আমরা আমাদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
২৯ মিনিট আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে