রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটিতে প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতেও মানুষের মধ্যে সচেতনতা নেই। হাট-বাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। অনেকের মুখে মাস্ক নেই। গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন করোনা পজিটিভ হয়েছেন। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
জেলা প্রশাসন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু বলেন, ‘আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। জরিমানা করে সতর্ক করছি। যাদের মাস্ক কেনার সামর্থ্য নেই, তাদের মাস্ক কিনে দিচ্ছি।’
জানা যায়, রাঙামাটিতে জানুয়ারির ১ তারিখে ১৮ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১ জন। শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। ৮ জানুয়ারি ২৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ৬ জন। শনাক্তের হার ছিল ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। ১৬ জানুয়ারি ৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১৫ জন। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩ শতাংশ। সব মিলিয়ে রাঙামাটিতে সর্বমোট করোনায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৯৪ জন। এদের মধ্যে মারা যান ৩৪ জন। বর্তমানে জেলায় করোনা রোগী আছেন ১৩০ জন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ১৭৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৮২০ জন।
এ বিষয়ে রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ‘করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তরা সবাই ঘরে চিকিৎসা নিচ্ছেন। কোনো রোগী হাসপাতালের আইসোলেশনে নেই। ২৫ বেডের করোনা আইসোলেশন সেন্টারে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। করোনায় আক্রান্ত রোগীরা প্রয়োজনে আইসোলেশন সেন্টারে ভর্তি হতে পারবেন। এ ছাড়া করোনা মোকাবিলার জন্য স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। আজকে আরও নতুন ভ্যাকসিন আসবে।’
রাঙামাটিতে প্রতিদিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতেও মানুষের মধ্যে সচেতনতা নেই। হাট-বাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড়। অনেকের মুখে মাস্ক নেই। গত ২৪ ঘণ্টায় ১২৬ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন করোনা পজিটিভ হয়েছেন। শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
জেলা প্রশাসন মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে তিনটি মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।
মোবাইল কোর্ট পরিচালনাকারী নেজারত ডেপুটি কালেক্টর বোরহান উদ্দিন মিঠু বলেন, ‘আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছি। জরিমানা করে সতর্ক করছি। যাদের মাস্ক কেনার সামর্থ্য নেই, তাদের মাস্ক কিনে দিচ্ছি।’
জানা যায়, রাঙামাটিতে জানুয়ারির ১ তারিখে ১৮ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১ জন। শনাক্তের হার ছিল ৫ দশমিক ৫৬ শতাংশ। ৮ জানুয়ারি ২৪ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ৬ জন। শনাক্তের হার ছিল ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। ১৬ জানুয়ারি ৫৩ জনের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয় ১৫ জন। শনাক্তের হার ছিল ২৮ দশমিক ৩ শতাংশ। সব মিলিয়ে রাঙামাটিতে সর্বমোট করোনায় শনাক্ত হয়েছেন ৪ হাজার ৩৯৪ জন। এদের মধ্যে মারা যান ৩৪ জন। বর্তমানে জেলায় করোনা রোগী আছেন ১৩০ জন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ১৭৪ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৮২০ জন।
এ বিষয়ে রাঙামাটি সিভিল সার্জন বিপাশ খীসা বলেন, ‘করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তরা সবাই ঘরে চিকিৎসা নিচ্ছেন। কোনো রোগী হাসপাতালের আইসোলেশনে নেই। ২৫ বেডের করোনা আইসোলেশন সেন্টারে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। করোনায় আক্রান্ত রোগীরা প্রয়োজনে আইসোলেশন সেন্টারে ভর্তি হতে পারবেন। এ ছাড়া করোনা মোকাবিলার জন্য স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে। এর পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রম চলমান রয়েছে। আজকে আরও নতুন ভ্যাকসিন আসবে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
২ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে