Ajker Patrika

সাগরে ট্রলারডুবি: নিখোঁজ ১২ জেলেকে তিন দিন পর উদ্ধার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৬: ৫৬
সাগরে ট্রলারডুবি: নিখোঁজ ১২ জেলেকে তিন দিন পর উদ্ধার

মাছ শিকারে গিয়ে সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালীর ১২ জেলেকে উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে বঙ্গোপসাগরের বিভিন্ন উপকূল থেকে ভাসমান অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। 

কোস্টগার্ড পূর্ব জোনের অধীন সাঙ্গু স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মোস্তাক আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জেলেরা হলেন–আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার মোহাম্মদ মোখতার, আখতার হোসেন, নুর মোহাম্মদ, মো. ফরিদ, মো. ইলিয়াস, মো. আরাফাত, মো. শাহীন, মো. ওসমান, মো. আজিজুল হক ও মো. আরজু। বাকি দুজনের নাম জানা যায়নি। তাঁরা বাঁশখালী উপজেলার বাসিন্দা। 

জানা গেছে, গত মঙ্গলবার রাতে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আনোয়ারা উপকূলের এফবি মালেক শাহ, এফবি আল্লাহর দান ও এফবি আলী শাহ নামে তিনটি ট্রলার। ওই সময় ট্রলারগুলোতে ৪০ মাঝিমাল্লার মধ্যে ২৮ জন উদ্ধার হলেও এফবি আলী শাহ নামের ট্রলারের ১২ জন জেলে নিখোঁজ হন। ওই ১২ জনকে তিন দিন পর বৃহস্পতিবার রাতে উদ্ধার করে অন্য জেলেরা। 

নিখোঁজ ট্রলারের মালিক মনির উদ্দিন বলেন, ‘গত মঙ্গলবার রাতে কুতুবদিয়ার তিন নটিক্যাল মাইল পশ্চিমে ঝড়ের কবলে পড়ে তাঁর ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ মাঝিমাল্লা ট্রলারে থাকা ফ্লুট (পানিতে ভাসার বস্তু) দিয়ে ভাসতে থাকেন। 

সাগর শান্ত হলে গতকাল মাছ ধরতে গেলে পতেঙ্গা উপকূলের জেলেরা একসঙ্গে ১০ জনকে ভাসতে দেখে ট্রলারে তুলে নেন। অপর দুজনকেও ভোলা উপকূলের একটি ট্রলার উদ্ধার করেছে। আজ শুক্রবার সকালে উদ্ধার হওয়া জেলেদের আনোয়ারায় নিয়ে আসা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত