Ajker Patrika

চট্টগ্রামে বিএনপির কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাউজানে বিএনপির কর্মী মোহাম্মদ আবদুল হাকিমকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উত্তর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে পুলিশ আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ।

বুধবার বিকেলে কাজী মো. তারেক আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্দেহভাজন হিসেবে পুলিশ চারজনকে আটক করেছে। তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে খুনের ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখনই তাদের নাম প্রকাশ করতে চাচ্ছি না।’

কাজী মো. তারেক আজিজ বলেন, এই খুনের নেপথ্যে এখনো কোনো কারণ জানা যায়নি। রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক দ্বন্দ্ব ও পারিবারিক ঘটনা; সবদিক বিবেচনায় নিয়ে আমরা তদন্ত করছি। তদন্ত শেষে এই বিষয়ে জানা যাবে।

এর আগে মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের রাউজান উপজেলার মদুনাঘাট ব্রিজসংলগ্ন এলাকায় প্রাইভেট কারের ভেতরে থাকা মোহাম্মদ আবদুল হাকিমকে (৫২) গুলি করে পালিয়ে যায় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা। এ সময় প্রাইভেট কারের চালকের আসনে বসে থাকা আরও একজন গুলিবিদ্ধ হন।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের দুজনকে উদ্ধার করে কাছেই অক্সিজেন-কুয়াইশ সড়কে অবস্থিত নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে আবদুল হাকিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত আবদুল হাকিম রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা। হামিম অ্যাগ্রো নামে তাঁর একটি গরুর খামার রয়েছে। কোনো পদে না থাকলেও নিহত আবদুল হাকিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী বলে জানা গেছে।

বিএনপির কর্মী আবদুল হাকিমকে গুলি করে হত্যার ঘটনার ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আবদুল হাকিমের প্রাইভেট কারটি সড়কে দাঁড়িয়ে ছিল। মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরা তিনজন প্রাইভেট কার লক্ষ্য করে গুলি ছুড়েছিল। এর মধ্যে একজন সন্ত্রাসী প্রথমে প্রাইভেট কারের চাকা লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে এবং পরে চালকের পাশের আসনে বসা আবদুল হাকিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে।

স্থানীয় ও পুলিশের ভাষ্য, সন্ত্রাসীরা মোটরসাইকেলে করে প্রাইভেট কারটির পিছু নেয়। পরে প্রাইভেট কারটি থামিয়ে গুলি করে মোটরসাইকেলে পালিয়ে যায়।

ঘটনার পর সড়কে দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারটির সামনের ও পাশের কাচের গ্লাসে বেশ কয়েকটি ফুটো দেখা যায়।

এদিকে বিএনপির কর্মী আবদুল হাকিমকে খুনের ঘটনা ছড়িয়ে পড়লে মঙ্গলবার সন্ধ্যায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাউজান উপজেলার বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার প্রধান দুটি সড়ক (চট্টগ্রাম-কাপ্তাই ও চট্টগ্রাম-রাঙামাটি) অবরোধ করে এই বিক্ষোভ করা হয়। বিক্ষোভকারীরা সড়কের ওপর গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে এবং সড়কের ওপর অবস্থান করে দুই পাশের যানবাহন চলাচল বন্ধ করে দেন।

দলীয় কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা স্থানীয়দের। নিহত আবদুল হাকিম সম্প্রতি বালু ব্যবসার সঙ্গেও জড়ান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম

ভারতীয়রা ভিসা ছাড় পাবে না, স্বার্থ হাসিলে ‘দুদিনের বাণিজ্য মিশনে’ মুম্বাইয়ে স্টারমার

শহিদুল আলমদের কনসেন্সসহ ফ্রিডম ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরায়েলের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত