Ajker Patrika

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন, চালক দগ্ধ

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা ২ বাসে আগুন, চালক দগ্ধ

চট্টগ্রাম নগরীতে পৃথক স্থানে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে মো. তারেক (৪০) নামে এক চালক দগ্ধ হয়েছেন। রোববার (৩ ডিসেম্বর) রাতে নগরীর খুলশী থানা ও আকবরশাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) পঙ্কজ দত্ত জানান, খুলশী থানাধীন দামপাড়ায় কাউন্টারের সামনে রিলাক্স পরিবহনের একটি বাস দাঁড়ানো ছিল। বাসটি রাত সাড়ে ১০টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। হঠাৎ চালকের পাশে জানালা দিয়ে একটি জ্বলন্ত মশাল ছুড়ে মারা হয়। আগুনে চালক দগ্ধ হয়েছেন। তবে বাসের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

পঙ্কজ দত্ত বলেন, ‘প্রাথমিক তদন্তে জেনেছি, দুই যুবক বাইকে এসে মশাল ছুড়ে মেরে দ্রুত চলে যায়।’

এদিকে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, রাত সাড়ে ৯টায় নগরের আকবর শাহ এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলে।

উল্লেখ্য, নবম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোববার। সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়। বিএনপির পাশাপাশি সমমনা দল ও জোটগুলোও এই কর্মসূচি পালন করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত