Ajker Patrika

কুমিল্লায় পাসপোর্ট অফিসের দালাল চক্রের সদস্য সন্দেহে আটক ২৪

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৬: ১৬
কুমিল্লায় পাসপোর্ট অফিসের দালাল চক্রের সদস্য সন্দেহে আটক ২৪

কুমিল্লায় পাসপোর্ট অফিসের দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৪ জনকে আটক করেছে র‍্যাব। গত ২৪ ঘণ্টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ২০টি পাসপোর্ট, ১০৮টি ডেলিভারি স্লিপ, ২৯টি জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন, ৭টি সিলপ্যাড, নগদ ৪৩ হাজার টাকাসহ পাসপোর্ট-সংক্রান্ত বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়। আজ সোমবার (৬ মার্চ) র‍্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানান। 

জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন দ্রুত পাসপোর্ট তৈরি করে দেওয়ার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিলেন। তিনটি দলে বিভক্ত হয়ে তাঁরা এই কার্যক্রম পরিচালনা করতেন। তাঁদের মধ্যে একটি দল সাধারণ মানুষকে সহজভাবে পাসপোর্ট তৈরি করার নাম করে বিভিন্ন এজেন্টের কাছে নিয়ে আসে। এজেন্টদের দলটি অনলাইন আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেওয়ার পাশাপাশি দ্রুত পাসপোর্ট এনে দেবে বলে ডেলিভারি স্লিপ এনে নিজেদের কাছে রেখে দিত। অপর দলটি বিভিন্ন কৌশল অবলম্বন করে পাসপোর্ট ডেলিভারির নির্দিষ্ট তারিখ নির্ধারণ করত। এই চক্রের তৎপরতা নিয়ে নগরীর কয়েকটি থানায় মামলা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন নগরীর শাকতলা গ্রামের শাকিল আহম্মেদ সুজন (৩৮); বাগিচাগাঁও গ্রামের মো. শাহাদাত হোসেন (২৭); নতুন চৌধুরীপাড়ার মো. দেলোয়ার হোসেন রোমান (৫২); ছোটরা গ্রামের মো. মাজহারুল ইসলাম (২১); সদর উপজেলার মোরাপাড়া গ্রামের ইশান আহম্মেদ রাব্বি (২৩) ও মো. শাফি (২৯); কালিকাপুর গ্রামের মো. আব্দুল কাইয়ুম (৫২); নোয়াপাড়া গ্রামের মো. শরীফ (৩৪), মো. মাসুক (৫০), মো. লিকন খান লিটন (২০), ডালিম সরকার (২০), মো. ইরফান (২৮), মো. শওকত আলী (৫৪) ও মো. ওজায়ের হোসেন সাকিব (২০); মুরাদনগর থানার খুরুইল গ্রামের আব্দুর রহিম (৩৭); কুমিল্লা বুড়িচং থানার পীর যাত্রাপুর গ্রামের মো. সাইফুল ইসলাম (২০), মো. আবুল কালাম আজাদ (৫৫) ও মো. তুহিন (২০); পয়াত গ্রামের আব্দুল হান্নান বাবুল (৫৩) ও হাছিবুল হাসান জিমি (২৩); শিকারপুর গ্রামের তানজিদ হাসান (২৭); দেবিদ্বার থানার ওয়াহেদপুর গ্রামের মো. ইমরুল হাসান ইমরুল (৪০); খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানার ব্রিজপাড়া গ্রামের মো. রুহুল আমিন রুবেল (৩০) এবং চট্টগ্রামের মগধারা গ্রামের মুজিবুর রহমান (২১)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত