Ajker Patrika

চমেকে দুই কর্মচারীর মধ্যে মারামারি, আহত একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চমেকে দুই কর্মচারীর মধ্যে মারামারি, আহত একজনের মৃত্যু

চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) ফরেনসিক বিভাগের দুই কর্মচারীর মারামারিতে আহত একজন মারা গেছেন। আজ সোমবার বিকেলে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত ব্যক্তি হলেন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার মোহাম্মদ ইলিয়াছ (৪৭)। তিনি ফরেনসিক বিভাগের অফিস সহায়ক ছিলেন।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হচ্ছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, গতকাল রোববার বিকেলে ফরেনসিক বিভাগের পরিচ্ছন্নতাকর্মী সমীরণ নাথ (৪৩) কথা-কাটাকাটির একপর্যায়ে ইলিয়াসের মাথায় ঘুষি মারেন। তাতে ইলিয়াস পড়ে গিয়ে মাথায় আঘাত পান। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সমীরণকে গ্রেপ্তার করা হয়েছে।

চমেকের অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার বলেন, দুজনই সরকারি কর্মচারী। তাঁরা মর্গে কাজ করেন। গতকাল রোববার কথা-কাটাকাটির একপর্যায়ে দুজন মারামারিতে জড়িয়ে পড়েন। তাতে গুরুতর আহত হয়ে একজনের মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত