কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক হওয়া এক যুবক মারা গেছেন। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া যুবকের নাম শেখ জুয়েল (৩৫)। তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা গ্রামের বাসিন্দা ও পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে বাঙ্গরা বাজার ইটভাটার পূর্ব পাশে জনৈক হেলালের বাড়ি থেকে ৭০টি ইয়াবাসহ জুয়েল ও তাঁর চার সহযোগীকে আটক করে থানায় আনা হয়। রাতে হাজতে জুয়েল অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জুয়েলের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন রাতে বাঙ্গরা বাজার থানার সামনে বিক্ষোভ এবং জুয়েলকে বিএনপির কর্মী বলে দাবি করে।
জুয়েলের স্ত্রী শিল্পী বেগম বলেন, ‘আমি শুনেছি পুলিশ আমার স্বামীকে মারধর করেছে। আমার স্বামী সুস্থ ছিল, ভালো ছিল। তারা আমার স্বামীকে মেরে ফেলেছে।’
জানতে চাইলে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক বলেন, ‘রাত ৮টা ৫০ মিনিটের দিকে জুয়েলকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’
এ বিষয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান বলেন, ‘আটক জুয়েলকে পুলিশ নির্যাতন করেনি। অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হতে পারে। আজ শুক্রবার মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর কারণ জানা যাবে।’
কুমিল্লায় পুলিশের অভিযানে আটক হওয়া এক যুবক মারা গেছেন। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।
মারা যাওয়া যুবকের নাম শেখ জুয়েল (৩৫)। তিনি মুরাদনগর উপজেলার বাঙ্গরা গ্রামের বাসিন্দা ও পেশায় ইন্টারনেট ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে বাঙ্গরা বাজার ইটভাটার পূর্ব পাশে জনৈক হেলালের বাড়ি থেকে ৭০টি ইয়াবাসহ জুয়েল ও তাঁর চার সহযোগীকে আটক করে থানায় আনা হয়। রাতে হাজতে জুয়েল অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জুয়েলের মৃত্যুর খবর এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন রাতে বাঙ্গরা বাজার থানার সামনে বিক্ষোভ এবং জুয়েলকে বিএনপির কর্মী বলে দাবি করে।
জুয়েলের স্ত্রী শিল্পী বেগম বলেন, ‘আমি শুনেছি পুলিশ আমার স্বামীকে মারধর করেছে। আমার স্বামী সুস্থ ছিল, ভালো ছিল। তারা আমার স্বামীকে মেরে ফেলেছে।’
জানতে চাইলে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম মানিক বলেন, ‘রাত ৮টা ৫০ মিনিটের দিকে জুয়েলকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত অবস্থায় পাই। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’
এ বিষয়ে মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম কামরুজ্জামান বলেন, ‘আটক জুয়েলকে পুলিশ নির্যাতন করেনি। অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হতে পারে। আজ শুক্রবার মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদনেই মৃত্যুর কারণ জানা যাবে।’
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
৪ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
৪ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৬ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৮ মিনিট আগে