প্রতিনিধি, জুরাছড়ি (রাঙামাটি)
রাঙামাটির জুরাছড়ি উপজেলার কৃষি বিভাগের ভবনগুলো ২৮ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ দীর্ঘ সময়ের ভেতরে একবারও সংস্কার করা হয়নি। নেওয়া হয়নি পুনর্নির্মাণের উদ্যোগ। এ সুযোগে পরিত্যক্ত ভবনগুলোর চারপাশের জায়গাগুলো বেদখল হয়ে গেছে। ভবনগুলোর টিন, লোহা, গ্রিল ও মূল্যবান জিনিস কোনটি আর নেই। ইট গাঁথুনির ফাটল ধরা দেয়ালগুলো ঠাঁই দাঁড়িয়ে আছে।
উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, ১৯৮০ সালে কৃষি সম্প্রসারণ অফিস স্থাপন করা হয়। ইট ও টিনের তৈরি সেমি পাকা এ ঘরগুলোতে বসতো উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা। রাখা হতো কৃষি সরঞ্জাম এবং সার। একই সময়ে বনযোগীছড়া ইউনিয়নের এরাইছড়ি মৌজাই (বর্তমানে লেবারপাড়া) তিনটি একই নকশায় ঘর নির্মাণ করা হয়। পরে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ওই ঘরগুলোর টিন ও বিভিন্ন অংশ ধসে গেলে তা আর সংস্কার করা হয়নি। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে বর্তমানে ভবনগুলোর চারপাশে গড়ে উঠেছে দোকান-পাট। লেবারপাড়ার ভবনগুলোও একই অবস্থা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুম্মিতা চাকমা বলেন, পরিত্যক্ত ভবনগুলোর জায়গায় নতুন ভবন নির্মাণ করতে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন ভবন তৈরি করা হলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসন নিশ্চিত হবে। পাশাপাশি সরকারি জায়গাগুলো সুরক্ষিত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, কৃষি বিভাগের জায়গায় কিংবা ভবনে স্থাপনা সম্পূর্ণ বেআইনি। কৃষি বিভাগ থেকে নতুন ভবন শুরু করলে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পদক্ষেপ নেওয়া হবে।
রাঙামাটির জুরাছড়ি উপজেলার কৃষি বিভাগের ভবনগুলো ২৮ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এ দীর্ঘ সময়ের ভেতরে একবারও সংস্কার করা হয়নি। নেওয়া হয়নি পুনর্নির্মাণের উদ্যোগ। এ সুযোগে পরিত্যক্ত ভবনগুলোর চারপাশের জায়গাগুলো বেদখল হয়ে গেছে। ভবনগুলোর টিন, লোহা, গ্রিল ও মূল্যবান জিনিস কোনটি আর নেই। ইট গাঁথুনির ফাটল ধরা দেয়ালগুলো ঠাঁই দাঁড়িয়ে আছে।
উপজেলা কৃষি বিভাগের তথ্যমতে, ১৯৮০ সালে কৃষি সম্প্রসারণ অফিস স্থাপন করা হয়। ইট ও টিনের তৈরি সেমি পাকা এ ঘরগুলোতে বসতো উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তারা। রাখা হতো কৃষি সরঞ্জাম এবং সার। একই সময়ে বনযোগীছড়া ইউনিয়নের এরাইছড়ি মৌজাই (বর্তমানে লেবারপাড়া) তিনটি একই নকশায় ঘর নির্মাণ করা হয়। পরে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ওই ঘরগুলোর টিন ও বিভিন্ন অংশ ধসে গেলে তা আর সংস্কার করা হয়নি। এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে বর্তমানে ভবনগুলোর চারপাশে গড়ে উঠেছে দোকান-পাট। লেবারপাড়ার ভবনগুলোও একই অবস্থা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুম্মিতা চাকমা বলেন, পরিত্যক্ত ভবনগুলোর জায়গায় নতুন ভবন নির্মাণ করতে কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন ভবন তৈরি করা হলে উপসহকারী কৃষি কর্মকর্তাদের আবাসন নিশ্চিত হবে। পাশাপাশি সরকারি জায়গাগুলো সুরক্ষিত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, কৃষি বিভাগের জায়গায় কিংবা ভবনে স্থাপনা সম্পূর্ণ বেআইনি। কৃষি বিভাগ থেকে নতুন ভবন শুরু করলে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য পদক্ষেপ নেওয়া হবে।
সকালে এনায়েত করিম চৌধুরীকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার দিকে রিমান্ড আবেদনের ওপর শুনানি হয়। সাবেক আইজিপি বেনজীর আহমেদের পরিবারের অর্থ পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক হাফিজুল ইসলাম। পাশাপাশি পাঁচ দিনের
১ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে রাস নামে এক রিসোর্টে শুটিংয়ে এসে এক মডেল অভিনেত্রী তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর পরপরই প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করে রিসোর্টের কর্মকর্তা-কর্মচারীসহ ১৮ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য।
৭ মিনিট আগেটাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে গেছে। আজ রোববার সকালে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১৪ হাজার গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
১০ মিনিট আগেহবিগঞ্জ জেলার নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় ঘরে ঘরে গ্যাস সরবরাহ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতকরণ এবং গ্যাসকূপসংলগ্ন এলাকার মানুষের কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে নবীগঞ্জ-বাহুবল মৈত্রী সংঘ ও গ্রেটার সিলেট সুপ্রিম কোর্ট ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যো
১৯ মিনিট আগে