Ajker Patrika

মনোহরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ১১ মে ২০২৩, ২১: ২০
মনোহরগঞ্জে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লার মনোহরগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উত্তর ফেনুয়া গ্রামের এ ঘটনা ঘটে।

শিশুরা হলো উত্তর ফেনুয়া গ্রামের মো. সোহেলের ছেলে ইব্রাহিম খলিল এবং সোহেলের ছোট বোন নাছরিন আক্তারের মেয়ে লামিয়া আক্তার। তারা স্থানীয় উত্তর ফেনুয়া হোসাইনীয়া কাওমি মাদ্রাসার শিশু শ্রেণির শিক্ষার্থী এবং একই গ্রামের বাসিন্দা। সম্পর্কে মামাতো ভাইবোন।

উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান হিরু আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, পাশাপাশি বাড়ি ও সমবয়সী হওয়ার কারণে মামাতো ভাই ইব্রাহিম খলিল (৫) ও ফুপাতো বোন লামিয়া আক্তার (৫) একসঙ্গে খেলাধুলা করত। প্রতিদিনের মতো আজ (বৃহস্পতিবার) দুজন বাড়ির পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। দুপুর ১২টার দিকে দুই শিশুর লাশ পানিতে ভেসে উঠলে স্বজনেরা উদ্ধার করে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় উত্তর হাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরু আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যাই। বিষয়টি মর্মান্তিক।’

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। খোঁজখবর নিচ্ছি। বিস্তারিত পরে জানানো জানাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত