Ajker Patrika

চট্টগ্রামে পথে পথে আনন্দ মিছিলে জনস্রোত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৮: ৩৩
চট্টগ্রামে পথে পথে আনন্দ মিছিলে জনস্রোত

পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ খবর পেয়ে পথে পথে জনস্রোত নিয়ে আনন্দ মিছিল উদ্‌যাপন করছে বন্দরনগরী চট্টগ্রামের বাসিন্দারা। বিভিন্ন অলিগলি থেকে এসব মিছিল বের হয়। নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের জনতা এই মিছিলে যোগ দেন।

আজ সোমবার বেলা ৩টায় নগরের চকবাজার, বহদ্দারহাট, জামালখান, ওয়াসা মোড়, নিউমার্কেটসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল বের হয়। কেউ হেঁটে, কেউ মোটরসাইকেল ও গাড়িতে করে এসব মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

মিছিলে শিক্ষার্থী, চাকরিজীবী, শিশু, নারী, বয়োবৃদ্ধ সব বয়সীকে এই মিছিলে অংশ নিতে দেখা গেছে। এ সময় আওয়ামী লীগের ব্যানারসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুরও চালানো হয়। 

বিভিন্ন জায়গা থেকে আসা মিছিলে নগরের কাজীর দেউড়ি মোড়ে জড়ো হয়। এতে ওই মোড়টিতে মুহূর্তেই লাখ লাখ জনতার স্রোত দেখা গেছে। এ সময় অনেকে স্লোগানে দেন। শিক্ষার্থী থেকে শুরু করে শ্রমজীবীসহ সর্বস্তরের নাগরিক স্লোগান দিতে থাকেন। 

কাজীর দেউড়ি মোড় দিয়ে সেনাবাহিনী কয়েকটি গাড়ি যাওয়ার সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে জনতার হাত মিলাতে দেখা গেছে। কাজীর দেউড়িতে তাসকিন নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের আন্দোলন সফল হয়েছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত