Ajker Patrika

যুবলীগের নেতাসহ পৃথক দুই হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৫: ০০
যুবলীগের নেতাসহ পৃথক দুই হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

লক্ষ্মীপুরে যুবলীগের নেতাসহ পৃথক দুটি হত্যা মামলায় আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। রাষ্ট্রপক্ষের আইনজীবী জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর সদরের উত্তর জয়পুর ইউনিয়নের যুবলীগের নেতা আবদুল হান্নান ওরফে সুমন হত্যা মামলায় ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ সময় মামলায় ঘটনার সত্যতা প্রমাণিত না হওয়ায় মানিক এলাহী বাবুলকে খালাস দেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সদর উপজেলার দত্তপাড়া এলাকার কাউছার, খোরশেদ আলম, কালা শাহাদাত, দক্ষিণ মাগুড়ী এলাকার সোহাগ, সোহেল রানা ও রাব্বী। 

অন্যদিকে একই উপজেলার গণেশ শ্যামপুর এলাকার হানিফ হত্যা মামলায় গণেশ শ্যামপুর এলাকার দিদার হোসেন ও দেবীনগর এলাকার ওমর ফারুককে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 

আদালত ও মামলা সূত্র জানায়, ২০১৩ সালের ৮ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যুবলীগের নেতা আবদুল হান্নানকে দত্তপাড়ার পূর্ব বাজারে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনার পরদিন সুমনের মা সুফিয়া বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন। 

অন্যদিকে একই উপজেলার গণেশ শ্যামপুর এলাকায় ২০১৫ সালের ৭ এপ্রিল সন্ধ্যায় হানিফ নামে এক যুবককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পরদিন নিহতের বোন মনোয়ারা বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত