Ajker Patrika

চট্টগ্রামে বিনা টিকিটে ভ্রমণ, একদিনে প্রায় ৯০ হাজার টাকা জরিমানা আদায় 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিনা টিকিটে ভ্রমণ, একদিনে প্রায় ৯০ হাজার টাকা জরিমানা আদায় 

চট্টগ্রামে বিনা টিকিটে ভ্রমণ করায় একদিনে ২৩৮ জনকে জরিমানা করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের বাণিজ্যিক বিভাগ। গতকাল সোমবার সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় ভাড়া ও জরিমানাসহ ৮৯ হাজার ১৮০ টাকা আদায় করা হয়। 

এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী বলেন, বিজয় এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধূলি, মহানগর এক্সপ্রেস, মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস ও পাহাড়িকা এক্সপ্রেসে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ১০টি ট্রেনে ভাড়া ও জরিমানা বাবদ ৩৩ হাজার ৮৯০ টাকা ও ব্লক চেকিং করে ৫৫ হাজার ২৯০ টাকা আদায় করা হয়। সব মিলিয়ে একদিনে ৮৯ হাজার ১৮০ টাকা আদায় হয়। 

উল্লেখ্য, এর আগে ১৯ অক্টোবর কুমিল্লার জেলার লাকসামের এক স্টেশনে বিভিন্ন ট্রেনে অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনসার আলী। ওই দিন ২১৭ জন যাত্রী থেকে ৫৯ হাজার ৫৯০ টাকা আদায় করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত