নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ বছর পর স্ত্রী খুনের ঘটনায় চট্টগ্রামে অভিযুক্ত স্বামী মো. মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র্যাব। গতকাল বৃহস্পতিবার নগরীর ব্রিজঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
গ্রেপ্তার মামুনুর রশীদ চট্টগ্রামে আনোয়ারা উপজেলার কৈখাইন গ্রামের আব্দুল শুক্করের ছেলে।
জানা যায়, ২০০৯ সালে ২৬ মে চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন করে কলি আক্তারকে হত্যার পর লাশ গুমের অভিযোগ উঠে স্বামী মামুনুর রশীদের (৫০) বিরুদ্ধে।
ওই দিন বরগুনা জেলায় তালতলি থানা এলাকায় বসবাসকারী নিহতের মাকে ফোন করে তাঁর মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ার কথা বলে আসামি। পরে নিহতের পরিবারকে না জানিয়ে কলি আক্তারের দাফন সম্পন্ন করা হয়।
ঘটনার পরদিন নিহতের পরিবার চট্টগ্রামে আনোয়ারা থানায় মামুনুরসহ আটজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।
র্যাব-৭ এর মুখপাত্র মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ঘটনায় মামলার পর আসামি ১৪ বছর ধরে পলাতক ছিলেন। পরে কোতোয়ালি এলাকায় মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মামুনুর রশীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার হয়।’
র্যাবের এ কর্মকর্তা বলেন, ‘২০০২ সালে চট্টগ্রামে পোশাক কারখানায় কর্মরত থাকাকালে আসামি মামুনুরের সঙ্গে কলির পরিচয় হয়। ২০০৫ সালে ফেব্রুয়ারিতে পরিবারের কাউকে না জানিয়ে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর বিভিন্ন সময় আসামি ও তাঁর পরিবার মেয়েটির কাছে যৌতুক দাবি করে।
মেয়ের সুখের আশায় মেয়ের পরিবার আড়াই লাখ টাকা খরচ করে আসামি মামুনুরকে বিদেশও পাঠিয়েছিল। কিন্তু সেখানে উচ্ছৃঙ্খল জীবনযাপনের পর টিকতে না পেরে তিনি পুনরায় দেশে ফিরে আসেন। একটি সময় আসামি ডাকাতিসহ বিভিন্ন ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। মেয়েটির পরিবার তাঁকে জামিনে কারাগার থেকে ছাড়িয়ে আনে।’
নুরুল আবছার আরও বলেন, ‘কর্মহীন থাকাকালে আসামি যৌতুকের জন্য পুনরায় স্ত্রীকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে শারীরিক নির্যাতনে কলির মৃত্যু হয়।’
১৪ বছর পর স্ত্রী খুনের ঘটনায় চট্টগ্রামে অভিযুক্ত স্বামী মো. মামুনুর রশীদকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন–র্যাব। গতকাল বৃহস্পতিবার নগরীর ব্রিজঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।
গ্রেপ্তার মামুনুর রশীদ চট্টগ্রামে আনোয়ারা উপজেলার কৈখাইন গ্রামের আব্দুল শুক্করের ছেলে।
জানা যায়, ২০০৯ সালে ২৬ মে চট্টগ্রামে আনোয়ারা উপজেলায় যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন করে কলি আক্তারকে হত্যার পর লাশ গুমের অভিযোগ উঠে স্বামী মামুনুর রশীদের (৫০) বিরুদ্ধে।
ওই দিন বরগুনা জেলায় তালতলি থানা এলাকায় বসবাসকারী নিহতের মাকে ফোন করে তাঁর মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ার কথা বলে আসামি। পরে নিহতের পরিবারকে না জানিয়ে কলি আক্তারের দাফন সম্পন্ন করা হয়।
ঘটনার পরদিন নিহতের পরিবার চট্টগ্রামে আনোয়ারা থানায় মামুনুরসহ আটজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন।
র্যাব-৭ এর মুখপাত্র মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই ঘটনায় মামলার পর আসামি ১৪ বছর ধরে পলাতক ছিলেন। পরে কোতোয়ালি এলাকায় মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি মামুনুর রশীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার হয়।’
র্যাবের এ কর্মকর্তা বলেন, ‘২০০২ সালে চট্টগ্রামে পোশাক কারখানায় কর্মরত থাকাকালে আসামি মামুনুরের সঙ্গে কলির পরিচয় হয়। ২০০৫ সালে ফেব্রুয়ারিতে পরিবারের কাউকে না জানিয়ে তাঁরা বিয়ে করেন। বিয়ের পর বিভিন্ন সময় আসামি ও তাঁর পরিবার মেয়েটির কাছে যৌতুক দাবি করে।
মেয়ের সুখের আশায় মেয়ের পরিবার আড়াই লাখ টাকা খরচ করে আসামি মামুনুরকে বিদেশও পাঠিয়েছিল। কিন্তু সেখানে উচ্ছৃঙ্খল জীবনযাপনের পর টিকতে না পেরে তিনি পুনরায় দেশে ফিরে আসেন। একটি সময় আসামি ডাকাতিসহ বিভিন্ন ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান। মেয়েটির পরিবার তাঁকে জামিনে কারাগার থেকে ছাড়িয়ে আনে।’
নুরুল আবছার আরও বলেন, ‘কর্মহীন থাকাকালে আসামি যৌতুকের জন্য পুনরায় স্ত্রীকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে শারীরিক নির্যাতনে কলির মৃত্যু হয়।’
আজ ২০ আগস্ট বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪ তম মৃত্যুবার্ষিকী। মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে দেশের সর্বোচ্চ সামরিক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করে।
২৫ মিনিট আগেএক সময়ে পথে পথে ছুটে চলা ‘লেইস ফিতা ফেরিওয়ালারা’ আজ হারিয়ে যেতে বসেছে। শহর ও গ্রামের রাস্তায় রাস্তায় বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে নারীদের শখের সাজসজ্জার জিনিস বিক্রি করতে এখন আর দেখা যায় না। আধুনিকতার ছোঁয়ায় আজ তা বিলুপ্তির পথে।
৩৬ মিনিট আগেচাঁদপুর শহরের একমাত্র বাইপাস সড়ক হচ্ছে ‘চাঁদপুর-ফরিদগঞ্জ বাইপাস সড়ক’। শহরের যানজট নিরসনে দেড় কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটি ব্যবহার হলেও দীর্ঘ দিন সংস্কার না করায় এখন মরণ ফাঁদে ফরিণত হয়েছে। সড়কজুড়ে গর্ত সৃষ্টি হয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ফলে চরম ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী।
১ ঘণ্টা আগেরংপুরের পীরগাছায় ঘাঘট নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ভেসে উঠেছে শিশু নাজিমের (৭) মরদেহ। আজ বুধবার (২০ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে ডুবে যাওয়ার ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে ওঠে।
২ ঘণ্টা আগে