Ajker Patrika

চবিতে রেজিস্ট্রারের নামফলক কালো কাপড়ে ঢেকে দিলেন কর্মকর্তারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ৩৪
চবিতে রেজিস্ট্রারের নামফলক কালো কাপড়ে ঢেকে দিলেন কর্মকর্তারা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে এবার রেজিস্ট্রারের নামফলক কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন কর্মকর্তারা। এ সময় তাঁরা মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে কর্মকর্তারা রেজিস্ট্রার কার্যালয়ের সামনের দেয়ালে সাঁটানো নামফলক কালো কাপড়ে ঢেকে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হামিদ হাসান নোমানী আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে কঠোর কর্মসূচির অংশ হিসেবে আমরা রেজিস্ট্রারের নামফলকে কালো কাপড় লাগিয়ে দিয়েছি। একই সঙ্গে আমরা মুখে কালো কাপড় বেঁধে রেজিস্ট্রার কার্যালয়ে অবস্থান নিয়েছি। পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। প্রতিদিন নতুন নতুন কঠোর কর্মসূচি আসবে।’

এ বিষয়ে জানতে রেজিস্ট্রারের রুটিন দায়িত্বে থাকা মো. মাহবুব হারুন চৌধুরীকে কয়েকবার ফোন দিলে রিসিভ করেননি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের কাছে এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করবেন না বলে জানান।

উল্লেখ্য, পূর্ণকালীন রেজিস্ট্রার নিয়োগের দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি থেকে আন্দোলনে নামেন কর্মকর্তারা। আন্দোলনের মুখে পরদিন চার দিনের ছুটিতে যান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান। এ সময় এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরীকে রেজিস্ট্রারের রুটিন দায়িত্ব পালন করতে বলা হয়। পরে চার দিনের ছুটি শেষ হলেও অধ্যাপক মনিরুল হাসান রেজিস্ট্রার পদে আর যোগদান করেননি। এর মধ্যে রেজিস্ট্রারের রুটিন দায়িত্বে থাকা মাহবুব হারুনের মেয়াদ তিন দফা বাড়িয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনিরুল হাসান পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রেজিস্ট্রারের পদত্যাগ নিয়ে কিছুই বলছে না। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত